ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সাদা রঙের বিলাসবহুল গাড়ি। ব্যস্ত রাস্তা থেকে একটি উঁচু আবাসনের মধ্যে ঢুকে পড়ল গাড়িটি। গাড়ির ছাদে শুয়ে রয়েছে এক নাবালক। আবাসনের ভিতর গাড়ি ঢুকে যেতেই জয়ের ভঙ্গিতে হাতে তালি দিয়ে লাফিয়ে উঠল সে। চালকের এই স্টান্ট ক্যামেরাবন্দি করতে এক ব্যক্তি গাড়ির পিছনে ছুটছিলেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ঋষভ বাজপেয়ী’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক নাবালক চলন্ত গাড়ির ছাদের উপর শুয়ে রয়েছে। গাড়িটির পিছনে ছুটছেন এক ব্যক্তি। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে তদন্তে নেমে সেই চালককে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি এই ঘটনাটি গ্রেটার নয়ডায় ঘটেছে। তরুণের নাম অঙ্কিত পাল। গৌর সিটি-২ এলাকার বাসিন্দা তিনি।
সমাজমাধ্যমে রিল বানিয়ে অনুগামীর সংখ্যা বাড়াতে চেয়েছিলেন অঙ্কিত। তাই চলন্ত গাড়ির ছাদে নাবালককে শুইয়ে দিয়ে স্টান্ট দেখাচ্ছিলেন তিনি। ভিডিয়োটি পুলিশের নজরে পড়ায় তাঁকে গ্রেফতার করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন তিনি। তাঁর গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ভিডিয়োটি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ছোট্ট ছেলেটির যদি কোনও বিপদ হয়ে যেত! রিল বানানোর জন্য প্রাণের ঝুঁকিও নিয়ে ফেলছেন অনেকে। তরুণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা প্রয়োজন।’’