Rajasthan

জীবিকার জন্য চালাতেন অটো, পুত্রের জন্মদিনে কয়েক কোটির গাড়ি ও সবচেয়ে দামি নম্বরপ্লেট উপহার দিলেন ব্যবসায়ী!

জয়পুরের সবচেয়ে দামি রেজিস্ট্রেশন নম্বরের মালিক রাহুল তানেজা পেশায় ব্যবসায়ী। তিনি ‘আরজে ৬০ সিএম ০০০১’ নম্বরটি কিনেছিলেন ছেলের নতুন অডি গাড়িটির জন্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৮:৫৩
Share:

ছবি: সংগৃহীত।

এককালে জীবিকা নির্বাহের জন্য অটো চালাতেন। পরে ব্যবসা করে পুত্রকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দেন। তবে এখানেই শেষ নয়, নতুন গাড়ির জন্য ৩১ লক্ষ টাকার ভিআইপি রেজিস্ট্রেশন নম্বর কিনেছেন রাজস্থানের জয়পুরের ওই বাসিন্দা। ছেলেকে ১৮ বছরের জন্মদিন উপলক্ষে অডির আরএসকিউ৮ এসইউভি গাড়িটি কিনে দেন। গাড়িটির দাম ২ কোটি ৩২ লক্ষ টাকা থেকে শুরু।

Advertisement

জয়পুরের সবচেয়ে দামি রেজিস্ট্রেশন নম্বরের মালিক রাহুল তানেজা পেশায় ব্যবসায়ী। তিনি ‘আরজে ৬০ সিএম ০০০১’ নম্বরটি কিনেছিলেন ছেলের নতুন অডি গাড়িটির জন্য। রাহুলের শৈশব কেটেছে দারিদ্রের মধ্যে দিয়ে। প্রবল সংগ্রাম করেই অন্ন সংস্থান করতে হত তাঁদের পরিবারকে। মধ্যপ্রদেশের কাটরার একটি ছোট্ট গ্রামে জন্মান রাহুল। পরে জয়পুরের রাস্তার ধারের একটি ধাবায় কাজ করা শুরু করেন তিনি। সারা দিনের কাজের জন্য মাসান্তে ১৫০ টাকা পেতেন। তাঁর বাবা সাইকেল মেরামত করতেন। আর মা মাঠে কাজ করতেন।

ধাবায় হাড়ভাঙা পরিশ্রম করার পরও তিনি স্কুলে পড়াশোনা শুরু করেন। রাহুল তাঁর বন্ধুদের কাছ থেকে বই এবং নোটবুক ধার করে পড়াশোনা চালাতেন তিনি। স্কুলের গণ্ডি পেরোনোর পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পেয়ে পাশ করেন। ১৬ বছর বয়সে জয়পুরের দুর্গাপুরা স্টেশনে অটো চালানো শুরু করেছিলেন রাহুল। এর পাশাপাশি সুন্দর চেহারার অধিকারী রাহুল তাঁর বন্ধুদের পরামর্শে মডেলিংও শুরু করেছিলেন। ৬ ফুট লম্বা এবং সুঠাম চেহারার জন্য তিনি ‘মিস্টার জয়পুর’, ‘মিস্টার রাজস্থান’ এবং ‘মেল অফ দ্য ইয়ার’ খেতাব জিতেছিলেন। ফ্যাশন শো করার সময় এই শোগুলি কী ভাবে আয়োজন করা হয় তা-ও লক্ষ রাখতেন রাহুল। সেই থেকেই নিজের ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা খোলার পরিকল্পনা মাথায় আসে। ২০০০ সালে তিনি ‘লাইভ ক্রিয়েশনস’ নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা প্রতিষ্ঠা করেন। তার পরে ২০০৫ সালে ‘ইন্ডিয়ানআর্টিস্ট ডট কম’ নামে একটি শিল্পী ব্যবস্থাপনা সংস্থারও গোড়াপত্তন করেন। সেই অফিস মুম্বইয়ে ছিল। এক দশক পরে তিনি ‘রাহুল তানেজা প্রিমিয়াম ওয়েডিংস’-এর ব্যানারে বিলাসবহুল বিবাহ পরিকল্পনায় পা রাখেন।

Advertisement

এর আগেও তিনি লাখ লাখ টাকা দিয়ে গাড়ির নম্বর কিনেছিলেন। তাঁর ব্র্যান্ডের গাড়ির জন্য ১৬ লক্ষ টাকার নম্বরপ্লেট কেনেন। ২০১১ সালে বিএমডব্লিউ গাড়ির জন্য ১০ লক্ষ টাকা দিয়ে নম্বরটি কিনেছিলেন। তাঁর নিজের জাগুয়ার গাড়ির নম্বরের জন্য ১৬ লক্ষ টাকা খরচ করেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement