ছবি: এক্স থেকে নেওয়া।
পরিবারের নজর এড়িয়ে প্রেম করতে বেরিয়েছিলেন স্কুটিতে চড়ে। চাউমিন খেতে ঢুকেছিলেন নামী রেস্তরাঁয়। সেই চাউমিন খেতে যাওয়াই কাল হল যুগলের। হঠাৎই দোকানে উপস্থিত হন তরুণের বাবা-মা। পুত্রকে প্রেমিকার সঙ্গে বসে থাকতে দেখে অগ্নিশর্মা হলেন তাঁরা। প্রকাশ্যেই মারধর করলেন পুত্র এবং তাঁর তরুণী প্রেমিকাকে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার উত্তরপ্রদেশের কানপুরে ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। সমাজমাধ্যমে হইচইও পড়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুয়ায়ী, গুজইনি থানা এলাকার রামগোপাল মোড়ের একটি চিনা খাবারের দোকানে প্রেমিকাকে নিয়ে চাউমিন খেতে গিয়েছিলেন রোহিত নামে স্থানীয় ২১ বছর বয়সি এক তরুণ। কিন্তু সেখানে পৌঁছে যান তাঁর মা-বাবা। বাবা-মাকে দেখে প্রেমিকাকে নিয়ে রেস্তরাঁ থেকে স্কুটি নিয়ে পালাতে যান রোহিত। কিন্তু লাভ হয়নি। রাস্তাতেই তাঁদের ধরে ফেলেন বাবা-মা। রোহিতকে চড়-থাপ্পড় মারেন তাঁরা। জুতোপেটা করেন তাঁর মা। ১৯ বছর বয়সি তরুণীকেও স্কুটি থেকে নামিয়ে মারধর করা হয়। ভিড় জমে যায় ঘটনাস্থলে। তবে মা-বাবার মার খেয়েও প্রেমিকার পাশ থেকে নড়েননি রোহিত। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঠাকুর অঙ্কিত সিংহ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার বাবা-মার আচরণের নিন্দা করেছেন। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরে পদক্ষেপ করেছে পুলিশও। দু’পক্ষের সঙ্গে কথা বলার পর তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন গুজইনি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক।