ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
প্রভুকে ভালবেসে তাঁর জন্য মুখে করে উপহার নিয়ে এল বিড়াল। কিন্তু সেই উপহার দেখে আঁতকে উঠলেন তরুণ। শুধু আঁতকেই উঠলেন না, মার্জারকে বার বার বলতে থাকলেন সেই উপহার ফেলে দিয়ে আসতে। কারণ উপহার হিসাবে বিড়ালটি নিয়ে এসেছে জ্যান্ত একটি সাপ। কিন্তু ‘প্রভুভক্ত’ বিড়ালটির হাবভাব দেখে বোঝা মুশকিল সেটি সাপ না কি মামুলি দড়ি। মার্জারের চোখ-মুখ দেখে মনে হচ্ছে সাপ ধরাটা তার কাছে নিত্য দিনের ব্যাপার। কিন্তু তার মালিক তরুণের কাছে সেটা একদমই স্বাভাবিক নয়। বিড়ালটি যত তাঁর দিকে এগিয়ে যেতে থাকল, তিনি তত বেশি আর্তনাদ করতে থাকলেন। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানতে পারা যায়নি।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মুখে আস্ত বড় একটি সাপ নিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে আসল একটি কমলা রঙের বিড়াল। বিড়ালটির চোখে-মুখে, অঙ্গভঙ্গিতে সাপ শিকার করার অহঙ্কারের ছাপ। জ্যান্ত সাপটিকে মুখে করে নিয়ে মাথা উঁচু করে এগিয়ে এল সে। সেই ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন এক তরুণ। বিড়ালটি সেই সাপটি ‘উপহার’স্বরূপ নিয়ে এসেছে সেই তরুণের জন্যই। কিন্তু তরুণের সেই উপহার মনে ধরেনি। সাপ মুখে নিয়ে বিড়ালটিকে আসতে দেখেই তিনি চিৎকার করা শুরু করলেন। তাঁর এই উপহার দরকার নেই বলে আর্তনাদ করতে থাকলেন তিনি। কিন্তু বিড়ালটি সেই সকল কথায় যেন কানই দিল না। সাপটিকে মুখে করে নিয়ে ঘরে ঢোকার জন্য উঠেপড়ে লাগল সে। তরুণ তার সামনে বাধার পাঁচিল হয়ে দাঁড়ালেন। মুখে সাপ নিয়ে ঘরে ঢোকা যাবে না বলতে বলতে লাঠি দিয়ে বিড়ালটিকে আটকাতে থাকলেন। অন্য দিকে, জ্যান্ত সাপটি বিড়ালের মুখের মধ্যেই নড়াচড়া করতে থাকল। কিন্তু বিড়ালটি তবুও তাকে মুক্তি দিল না। তাকে মুখে ধরে রেখেই বার বার ঘরে ঢোকার চেষ্টা চালিয়ে গেল সে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘উইটিক্যাটি১১’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। ভিডিয়োটির মন্তব্যবাক্সে নেটাগরিকেরা নানা হাসির মন্তব্য করেছেন।