ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
জঙ্গলে সাফারিতে বেরিয়েছেন এক গাড়ি লোক। বনের রূপকে চাক্ষুষ করতে ব্যস্ত তাঁরা। সেই সাফারি গাড়ির সামনে দিয়ে হেঁটে চলেছে একদল হাতি। সামনে হাতির পাল থাকায় গাড়ির চালক গাড়িটিকে সাধারণের তুলনায় ধীর গতিতেই এগিয়ে নিয়ে চলেছেন। কিন্তু হেঁটে চলা হাতির দলের মধ্যে একটি হাতি হঠাৎই খেপে গেল। দৌড়ে এল লোকভর্তি গাড়িটির দিকে। গাড়ির চালক তৎক্ষণাৎ গাড়িটি থামিয়ে দরজা খুলে বেরোলেন। তার পর তিনি গাড়িটির বনেটে সজোরে কয়েকটি চড় মেড়ে হাতিটির দিকে হাত তুলে দেখালেন। চালকের সেই রণমূর্তি দেখে হাতিটি থমকে গেল। শুঁড় তুলে, গলা ছেড়ে ডাক পাড়তে পাড়তে সে আবার তার দলের সঙ্গে ভিড়ে গেল। চমকে দেওয়া সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার ওয়াসগামুয়া জাতীয় উদ্যানে।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে এগিয়ে চলেছে একটি সাফারি গাড়ি। সেই গাড়িতে থাকা লোকজন দু’চোখ মেলে দেখে চলেছে জঙ্গলের রূপ। তাঁদের গাড়ির সামনে দিয়ে হেঁটে চলেছে একদল হাতি। হঠাৎই একটি হাতি খেপে গেল আর জঙ্গলের শান্ত রূপ অশান্ত হয়ে উঠল। হাতিটি রেগে গিয়ে সাফারি গাড়িটির দিকে তেড়ে এল। গাড়িতে থাকা পর্যটকেরা ভয়ে শিউরে উঠলেন। কিন্তু চালক তরুণ গাড়িটি থামিয়ে দরজা খুলে বেরিয়ে এলেন। গাড়ির বনেটে জোরে জোরে চাপড় মেরে হাতিটির দিকে হাত তুলে তাকে থামতে বললেন। হাতিটিও থেমে গেল। শুধু থেমেই গেল না, শুঁড় তুলে রাগ দেখাতে দেখাতে সে আবার তার দলের বাকিদের সঙ্গে চলেও গেল। চালক তখন গাড়িতে থাকা বিহ্বল পর্যটকদের শান্ত করার জন্য এগিয়ে গেলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘ভিজ়িটশ্রীলঙ্কা’ নামের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ভিডিয়োটিতে প্রচুর নেটাগরিক লাইক ও কমেন্ট করেছেন। ইতিমধ্যে প্রায় দেড় লক্ষ নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নেটাগরিকেরা চালকের সাহসিকতার প্রশংসাও করেছেন।