plane

Plane: বিমান চালানোর সময় আসনে বসেই ঘুম! চাকরি গেল দুই বিমান চালকের

বিমান চালকদের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যাওয়ায় কন্ট্রোল রুমে থাকা সকলে নিশ্চিত হয়ে যান, বিমানটি অপহরণ করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নিউ ইয়র্ক শেষ আপডেট: ৩০ মে ২০২২ ২১:১৩
Share:

বিমান চালাতে গিয়ে ঘুমিয়েই পড়েছিলেন বিমান চালক। ছবি: সংগৃহীত

নিউ ইয়র্ক থেকে রোমের উদ্দেশে যাত্রা করছিল আইটিএ-র বিমানটি। তবে মাঝপথে গিয়ে বিমান চালকদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে ফ্রান্সের বিমান কন্ট্রোল রুম। অনেক ক্ষণ বিমান চালকদের কাছ থেকে কোনও উত্তর না পাওয়ায় তারা নিশ্চিত হয়ে যান, বিমানটি অপহরণ করা হয়েছে। সুরক্ষার খাতিরে দুটো ফাইটার জেটও পাঠানো হয়।টানা ১০ মিনিট পর বিমান চালকের সাড়া মেলে।

Advertisement

জিজ্ঞাসাবাদ করায় জানা যায়, বিমান চালাতে গিয়ে ঘুমিয়েই পড়েছিলেন বিমান চালক। শুধু তাই নয়, তাঁর সঙ্গে ছিলেন আরও এক বিমান চালক। দু’জনেই নাকি এক সঙ্গে ঘুমিয়ে পড়েছিলেন।ঘটনাটি জানাজানি হতেই দু’জনকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন বিমান সংস্থা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন