ছবি: সংগৃহীত।
এক স্কুটিতে ৮ জন! সকলের মাথাই ফাঁকা, হেলমেটবিহীন। সেই অবস্থাতেই স্কুটি চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন আট তরুণ। স্টান্ট দেখাতে গিয়ে বিপজ্জনক ভাবে দ্রুত গতিতে স্কুটি চালিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে ওই যুবকদের। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ব্যবস্থা নিয়েছে পুলিশ। ট্র্যাফিক আইন লঙ্ঘন করার অভিযোগে তাঁদের আটক করে পুলিশ। এই ঘটনাটি হায়দরাবাদের আউটার রিং রোডে ঘটেছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশিত হতেই ভাইরাল হয়েছে সেটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে আট জন বন্ধুকে। একটাই স্কুটিতে উঠেছেন তাঁরা সবাই। আট জনকে নিয়েই দিব্যি চলছে বাহনটি। কারও মাথায় হেলমেটও নেই। স্কুটির স্বল্প জায়গাতেই কোনও রকমে বসে রয়েছেন ওই আট যুবক। এক জন বসে রয়েছেন স্কুটির হ্যান্ডলের উপর। এক জন বসার আসন ও সামনের অংশের ফাঁকা জায়গায় মাথা নিচু বসে রয়েছেন। বাকিরা পিছনের বসার আসনের উপর কোনও রকমে বসে রয়েছেন। এক জনকে দেখা গিয়েছে বাইকের পিছনের দিকে ঝুলতে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর, পুলিশ দায়িত্বজ্ঞানহীন ভাবে গাড়ি চালানোর অভিযোগে একটি মামলা দায়ের করে। অভিযুক্ত আট জনকে হেফাজতে নেয়। এই ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে কোনও নাবালক আছে কি না তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
‘পঙ্কজ কর’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর বিপজ্জনক স্টান্টের সমালোচনাও করছেন নেটাগরিকেরা । এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘মনে হচ্ছে এখন মানুষের জীবনের কোনও মূল্য নেই।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘কোনও ট্র্যাফিক পুলিশ কি পথে তাদের থামায়নি?’’