viral video

গভীর রাতে পিৎজ়া অর্ডার, বেল বাজতে দরজা খুলে পুলিশ দেখে চমকে গেলেন তরুণী! তার পর... ভিডিয়ো প্রকাশ্যে

গভীর রাতে পিৎজ়া অর্ডার করেন এক তরুণী। দরজার ঘণ্টি বেজে উঠতেই তড়িঘড়ি দরজা খুলে হতবাক হয়ে যান তরুণী। ফ্ল্যাটের দরজায় পিৎজ়া সরবরাহকারী কর্মীর বদলে তিনি দেখা পেলেন দুই পুলিশকর্মীর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১১:৫৯
Share:

ছবি: সংগৃহীত।

রাতের দিকে পিৎজ়ার অর্ডার দিয়েছিলেন তরুণী। অর্ডার করার আধ ঘণ্টার মধ্যে গরম সুস্বাদু পিৎজ়ার জন্য অপেক্ষায় ছিলেন তিনি। দরজার ঘণ্টি বেজে উঠতেই তড়িঘড়ি দরজা খুলে হতবাক হয়ে যান তরুণী। ফ্ল্যাটের দরজার পিৎজ়া সরবরাহকারী কর্মীর বদলে তিনি দেখা পেলেন দুই পুলিশকর্মীর। তা দেখে ঘাবড়ে গেলেন তরুণী। পরে ভেদ হয় আসল রহস্য। ওই পুলিশকর্মীরা তরুণীর পিৎজ়া দিতেই তাঁর বাড়িতে হাজির হয়েছিলেন। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ঘটনাটি আমেরিকার। দুই পুলিশ অফিসারের এক গ্রাহকের কাছে পিৎজ়া পৌঁছে দেওয়ার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। আসল ঘটনাটি হল, তরুণীর পিৎজ়াটি যিনি নিয়ে আসছিলেন সেই সরবহরাহ কর্মীকে বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য গ্রেফতার করা হয়। খাবার নষ্ট না হওয়ার জন্য পুলিশ নিজেই গ্রাহকের কাছে পিৎজ়া পৌঁছে দেয়। ভিডিয়োর প্রথমে দেখা গিয়েছে চালককে গ্রেফতার করে পুলিশ। পরে, সেই পুলিশকর্মীরা গ্রাহকের দরজায় পিৎজা নিয়ে উপস্থিত হন।

তরুণী দরজা খোলার সঙ্গে সঙ্গে এক জন পুলিশ অফিসার জানান, ডেলিভারির ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাই পিৎজ়া পৌঁছে দিতে এসেছেন তাঁরা। তরুণী হেসে ধন্যবাদ দেন ও জানান তিনি এর জন্য খুবই কৃতজ্ঞ। পুলিশ পোস্টে লিখেছে, ‘‘আমরা সময়মতো খাবার গ্রাহকের কাছে পৌঁছে দিতে পেরে আনন্দিত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement