viral video

বাবার সরকারি পদের জোরে ছেলের গাড়িতে হুটার! রাজ্য পেরোতেই গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ, খুলে দেওয়া হল নীলবাতি

বাবা সরকারি চাকরি করেন। সেই পদের জোরে নীলবাতি লাগানো গাড়ি নিয়ে দেহরাদূন পুলিশের হাতে ধরা পড়লেন তরুণ। নীলবাতি-সহ গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ১৪:৫৯
Share:

ছবি: সংগৃহীত।

বাবা স্বাস্থ্য দফতরের আধিকারিক। সেই পদের জোরে গাড়িতে নীলবাতি লাগিয়ে, হুটার বাজিয়ে ঘুরে বেড়াতেন ছেলে। ‘ইউপি সরকার’ লেখা সেই গাড়ি নিয়ে উত্তরাখণ্ডের দেহরাদূনে বেড়াতে গিয়ে ফ্যাসাদে পড়লেন ওই যুবক। সন্দেহ হওয়ায় গাড়িটি আটক করে দেহরাদূন পুলিশ। জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল তথ্য। ঘটনাটি নিজেদের এক্স হ্যান্ডলে পোস্ট করেছে উত্তরাখণ্ড পুলিশ। ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে তরুণের শাস্তির দাবিতে সরব হয়েছেন নেটাগরিকেরা। সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিযুক্ত তরুণের নাম রজত।

Advertisement

ভিডিয়োটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘‘তরুণের বাবা একজন স্বাস্থ্য পরিদর্শক। বাবার পদাধিকারবলে ছেলে গাড়িতে একটি হুটার লাগিয়েছেন এবং তাতে ‘ইউপি সরকার’ লেখাও আছে! দেহরাদূনের রাইওয়ালায় নীলবাতি লাগানো স্করপিয়োয় বসে হুটার বাজিয়ে ভিআইপি লেন দিয়ে গাড়ি চালিয়ে আসার চেষ্টা করেছিলেন তিনি। দেহরাদূন পুলিশ সেই পরিকল্পনা বাতিল করে দিয়েছে। হুটার সরানো হয়েছে, কালো রঙের স্করপিয়োটি বাজেয়াপ্ত করা হয়েছে।’’ একই ধরনের আরও একটি ভিডিয়ো পোস্ট করেছে পুলিশ। সেখানে দেখা গিয়েছে আজমগঢ়ের বাসিন্দা কয়েক জন যুবক একটি কালো এসইউভি গাড়ি চালিয়ে যাচ্ছেন। দেখতে পেয়ে তাঁদের থামায় ট্র্যাফিক পুলিশ। সেটিতেও বসানো ছিল হুটার, লাগানো ছিল কালো কাচ। গাড়িতে ‘বিধায়ক’ লেখা ভুয়ো স্টিকার সাঁটানো ছিল।

ভিডিয়োগুলি দেখে প্রচুর প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। কয়েক লক্ষ বার দেখা হয়েছে সেগুলি। হাজার হাজার লাইক জমা পড়েছে ভিডিয়োয়। পুলিশের স্পষ্ট বার্তা, ট্রাফিক নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যায় ভাবে হুটার, নীলবাতি লাগানো গাড়ি নিয়ে শহরের রাস্তায় দাপিয়ে বেড়ানোর শাস্তি পেতে হবে বলে জানিয়েছে পুলিশ। দেবভূমিতে ভ্রমণ করতে হলে সকলকে ট্র্যাফিক নিয়ম মেনে চলতে হবে বলেও জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement