ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ছবিশিকারিদের অনুরোধে গালিচায় দাঁড়িয়ে ছবি তুলছিলেন বাঙালি গায়িকা শ্রেয়া ঘোষাল। সেই সময়েই সেখানে উপস্থিত হন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। প্রিয় নায়ককে দেখে ছবি তোলার আবদার করেন শ্রেয়া। তাঁর অনুরোধ রাখলেনও শাহরুখ। শ্রেয়ার পাশে দাঁড়িয়ে ছবি তুললেন তিনি। তার পর গায়িকাকে জড়িয়ে ধরে, মাথায় হাত রেখে আদর করেন শাহরুখ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ফিল্মিজ্ঞান’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, শাহরুখ এবং শ্রেয়া একসঙ্গে পোজ় দিয়ে ছবি তুলছেন। ঘটনাটি রাজস্থানের জয়পুরের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঘটেছে। সেখানেই উপস্থিত ছিলেন বাঙালি গায়িকা শ্রেয়া এবং বলি অভিনেতা শাহরুখ। গালিচায় দাঁড়িয়ে ছবি তুলছিলেন শ্রেয়া।
শাহরুখকে আসতে দেখেই তাঁর সঙ্গে একটি ছবি তুলবেন বলে অনুরোধ করেন গায়িকা। প্রিয় অভিনেতার সঙ্গে দাঁড়িয়ে ছবিও তোলেন তিনি। ছবি তোলার পর শ্রেয়াকে বুকে জড়িয়ে ধরেন শাহরুখ। তার পর স্নেহভরে শ্রেয়ার মাথায় হাত বুলিয়ে দেন তিনি। শাহরুখের একক (সোলো) ছবি তোলার জন্য অপেক্ষা করছিলেন ছবিশিকারিরা।
তাই শাহরুখকে এগিয়ে যেতে বললেন শ্রেয়া। সমাজমাধ্যমে এই ভিডিয়োটি ছড়িয়ে পড়তে তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘ভিডিয়োটি দেখেই মনে হচ্ছে যে, শাহরুখের একনিষ্ঠ অনুরাগী শ্রেয়া। তাঁর হাবভাবের মধ্যে প্রিয় অভিনেতার প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে।’’