ছবি: সংগৃহীত।
দেহকে শুদ্ধ করতে চান, অথচ হাতের কাছে গঙ্গাজল নেই। সেই সমস্যারও সমাধান করে ফেলেছে ই-কর্মাস ও পণ্য পরিষেবাদানকারী সংস্থাগুলি। গঙ্গাজলের স্পর্শে দেহশুদ্ধির জন্য গঙ্গায় ডুব দেওয়ার বদলে ওয়াইপস বা ওয়েট টিস্যুই যথেষ্ট! একটি অভিনব পণ্য নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। গঙ্গাজল মিশ্রিত ওয়েট ওয়াইপস বা টিস্যু।
ভ্রমণের সময় যখন জল পাওয়া যায় না, তখন হাত বা মুখ মুছতে ওয়েট ওয়াইপস বা টিস্যুই সমাধান। সেই টিস্যুগুলিকে গঙ্গাজল দিয়ে ভিজিয়ে প্যাকেটে করে বিক্রি করা হচ্ছে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে। এ ছাড়া দোকানেও বিক্রি হচ্ছে এগুলি। আগে যে দেহ শুদ্ধ করার জন্য গঙ্গায় যেতে হত এখন ঘরে বসেই তা সম্ভব বলে মনে করছেন ক্রেতারা। বহু দিন ধরেই ডাকঘর, শহুরে বিপণি, অনলাইন, দশকর্মা ভান্ডার এমনকি মুদির দোকানে মিলছে গঙ্গাজল। ডট কমের যুগে আরও এক ধাপ এগিয়ে গঙ্গাস্নানের ঝক্কি এড়াতে ওয়াইপস বা টিস্যুকেই বেছে নিচ্ছেন অনেকেই। সমাজমাধ্যমেও সেই ইঙ্গিত মিলেছে। গঙ্গাজলের ওয়াইপস সাড়া ফেলে দিয়েছে নেটদুনিয়ায়। ত্রিশটি ওয়াইপের একটি প্যাকেটের দাম প্রায় ১০০ টাকা।
গঙ্গাজল ওয়াইপস সম্পর্কে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গিয়েছে সমাজমাধ্যমে। অনেক ব্যবহারকারী এই পণ্যটির প্রশংসা করেছেন। তাঁদের মতে এই ব্যবস্থায় অনেকেরই গঙ্গাস্নানের সমস্যার দ্রুত সমাধান হবে। আবার কেউ কেউ রসিকতা করে লিখেছেন যে এই ওয়াইপস ফেলে দেওয়া উচিত নয়, বরং আবার গঙ্গাজলে ডুবিয়ে রেখে দেওয়া উচিত। আর এক নেটাগরিক প্রশ্ন তুলেছেন যে, ‘‘ওয়াইপস বা টিস্যুতে ব্যবহৃত গঙ্গাজল গঙ্গোত্রী থেকে আসছে না কি বেনারস থেকে?’’