Viral Video

দুবাই ঘুরতে গিয়ে আইফোন হারান ইউটিউবার, ফোন খুঁজে তরুণের বাড়ির ঠিকানায় বিনামূল্যে পাঠিয়ে দিল পুলিশ

বিদেশের মাটিতে দামি জিনিস খোয়া যাওয়ার পর আবার ফেরত পাবেন, সে আশা ছেড়ে দিয়েছিলেন তরুণ। তবুও দুবাই পুলিশের কাছে গিয়ে ফোন হারানোর অভিযোগ দায়ের করিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিদেশ ভ্রমণে গিয়ে বিপদ হয়েছিল ইউটিউবারের। দুবাই ঘুরতে গিয়ে নিজের দামি আইফোন হারিয়ে ফেলেছিলেন তরুণ। মাথায় হাত পড়ে তাঁর। দেরি না করে দুবাই পুলিশের দ্বারস্থ হন। কিন্তু বিদেশের মাটিতে দামি জিনিস খোয়া যাওয়ার পর আবার ফেরত পাবেন, সে আশা ছেড়ে দিয়েছিলেন তরুণ। তবুও দুবাই পুলিশের কাছে গিয়ে ফোন হারানোর অভিযোগ দায়ের করিয়েছিলেন তিনি।

Advertisement

কয়েক দিন পর দুবাই থেকে ফিরেও যান তিনি। কিন্তু তখনও আইফোনের সন্ধান পাননি। সপ্তাহখানেকের মধ্যেই তাঁর বাড়ির ঠিকানায় দুবাই থেকে একটি পোস্ট পৌঁছোয়। বাক্সটি খুলে তরুণ অবাক হয়ে যান। তাঁর হারিয়ে যাওয়া আইফোন খুঁজে তরুণের বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিয়েছে দুবাই পুলিশ। তা-ও আবার সম্পূর্ণ নিখরচায়। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ঘটনার উল্লেখ করে ভিডিয়ো পোস্ট করেছেন ইউটিউবার।

তামিলনাড়ুর জনপ্রিয় ইউটিউবার মদন গওরি। কিছু দিন আগে দুবাই ঘুরতে গিয়েছিলেন তিনি। বিদেশ ভ্রমণে গিয়ে নিজের দামি আইফোন হারিয়ে ফেলেন তরুণ। ভিডিয়োয় মদন জানান, আইফোন হারিয়ে যাওয়ার পর আর দেরি করেননি তিনি। সঙ্গে সঙ্গে দুবাই পুলিশের কাছে ছুটে যান মদন। তাঁর আইফোন যে হারিয়েছে, পুলিশের খাতায় সেই অভিযোগ দায়ের করেন তিনি। ফোনের মডেল নম্বর-সহ একাধিক তথ্য পুলিশকে দেন মদন। তার পর দুবাই থেকে চেন্নাইয়ে নিজের বাড়িতে ফিরে যান তিনি।

Advertisement

সপ্তাহখানেকের ম‌ধ্যেই মদনের বাড়ির ঠিকানায় তাঁর হারিয়ে যাওয়া আইফোনটি পাঠিয়ে দেয় দুবাই পুলিশ। তরুণ বলেন, ‘‘আমায় দুবাই পুলিশের তরফে ইমেল করে জানানো হয়েছিল যে, তারা আমার ফোন খুঁজে পেয়েছে। তার পরের দিনই আকাশপথে তারা ফোনটি পাঠিয়ে দেয়। আমার কাছ থেকে কোনও টাকাপয়সাও আদায় করেনি তারা।’’ মদন যখন তাঁর ফোনটি খুঁজে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন, তখন দুবাই পুলিশের এই তৎপরতা দেখে অবাক হয়ে যান তিনি। ভিডিয়োয় দুবাই পুলিশকে ধন্যবাদ জানাতেও ভোলেননি তরুণ ইউটিউবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement