viral video

সজোরে বাইকে ধাক্কা মারল গাড়ি! কয়েক ফুট দূরে ছিটকে পড়েও অলৌকিক ভাবে বাঁচলেন দুই তরুণ

এক যাত্রীর গাড়ির ড্যাশবোর্ডে থাকা ক্যামেরায় ধরা পড়ছে দুর্ঘটনার দৃশ্যটি। মৃত্যুকে ছুঁয়েও ফিরে এসেছেন বাইক আরোহীরা। অল্পের জন্য প্রাণরক্ষা হয়েছে দুই তরুণের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৬
Share:

ছবি: সংগৃহীত।

সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলেন বাইক আরোহীরা। প্রবল গতিতে এসে একটি সেডান গাড়ি ধাক্কা মারে বাইকটিকে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাইক আরোহীদের টেনেহিঁচড়ে ঠেলে দেয় রাস্তায়। অন্য এক যাত্রীর গাড়ির ড্যাশবোর্ডে থাকা ক্যামেরায় ধরা পড়ছে দুর্ঘটনার দৃশ্যটি। মৃত্যুকে প্রায় ছুঁয়েও যেন ফিরে এসেছেন বাইক আরোহীরা। অল্পের জন্য প্রাণরক্ষা হয়েছে দুই তরুণের। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটি।

Advertisement

মারাত্মক এই দুর্ঘটনাটি ঘটেছে পুণের একটি জাতীয় সড়কে। ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিয়োটি।আই অ্যাম অনুজকুলকার্নি নামের একটি এক্স হ্যান্ডল থেকে ছড়িয়ে পড়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে ‌একটি কালো রঙের সেডান গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আড়াআড়ি ভাবে এসে সজোরে এসে ধাক্কা মারছে বাইকটিকে। জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় বাইক আরোহী এবং তাঁর পিছনের আরোহী আহত হয়েছেন। গাড়িটি আচমকা প্রচণ্ড জোরে ধাক্কা মারায় বাইক থেকে ছিটকে অনেকটাই দূরে পড়ে যান। ছিটকে গিয়েও তাঁরা দুজনেই সেখান থেকে উঠে ধারে সরে যান। ফলে অল্পের জন্য রক্ষা পেয়ে যান তাঁরা। সামান্য আঘাত লেগেছে তাঁদের। তাঁদের বাইকটি রাস্তার মাঝখানে পড়ে থাকতে দেখা যায়। এত বড় দুর্ঘটনায় বাইক আরোহীদের বেঁচে যেতে দেখে দর্শকেরাও হতবাক হয়ে গিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement