viral video

টিকিট ছাড়া এসি কামরায় ভ্রমণ! ধমকে পুলিশকেই কামরা থেকে বার করে দিলেন টিকিট পরীক্ষক

শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় পুলিশকর্মী নীচের একটি বার্থ দখল করে শুয়ে রয়েছেন। তাঁকে ডেকে টিকিট দেখতে চাওয়ায় পুলিশকর্মী টিকিট দেখাতে পারেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৮
Share:

ছবি: সংগৃহীত।

বিনা টিকিটে ভ্রমণ করছিলেন এক পুলিশকর্মী। টিকিট পরীক্ষকের হাতে ধরা পড়তেই তিরস্কৃত হলেন পুলি‌শকর্মী। পুলিশের উর্দি পরে তিনি টিকিট না কেটে শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় উঠে বসেছিলেন। টিকিট পরীক্ষক এসে টিকিট চাইতেই শুরু হয় তর্ক। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। তবে ঘটনাটি কবে ঘটেছে তা সঠিক জানা যায়নি।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, টিকিট পরীক্ষক পুলিশকর্মীকে ভর্ৎসনা করছেন। পুলিশকর্মী নীচের একটি বার্থ দখল করে শুয়ে রয়েছেন। তাঁকে ডেকে টিকিট দেখতে চাওয়ায় পুলিশকর্মী টিকিট দেখাতে পারেননি। উপরের বার্থ থেকে অন্য এক জন যাত্রীর তোলা ছোট্ট ভিডিয়োয় দেখা গিয়েছে, পরীক্ষক টিকিট দেখতে চাইছেন পুলিশকর্মীর কাছে। তাঁকে ভিডিয়োয় বলতে শোনা গিয়েছে, “আপনার কি মনে হয়, এক জন টিকিট পরীক্ষক এক জন উর্দিধারী পুলিশকর্মীর টিকিট দেখতে চাইতে পারেন না? আপনার কাছে কোনও টিকিটই নেই, কিন্তু আপনি এসে এসি কামরায় ঘুমোচ্ছেন!’’ এখানেই শেষ নয়, রীতিমতো ধমক দিতে শুরু করেন তিনি। পুলিশকর্মীকে বলেন, ‘‘আপনি কি মনে করেন এটি আপনার বাড়ি যে আপনি যেখানে মনে হবে সেখানেই ঘুমোবেন?’’ তাঁকে সাধারণ কামরায় চলে যেতে নির্দেশ দেন টিকিট পরীক্ষক।

ধমক শুনে চুপচাপ কামরা ছেড়ে বেরিয়ে যান ওই পুলিশকর্মীও। টিকিট পরীক্ষকের এই আচরণের প্রশংসা করেছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা। এক জন মন্তব্য করেছেন, চমৎকার কাজ করেছেন টিকিট পরীক্ষক। অন্য এক জন লিখেছেন, ‘‘ট্রেনের কামরার ভিতরে কে বস্ তা ভাল করে বুঝিয়ে দিয়েছেন এই টিকিট পরীক্ষক। সাধু উদ্যোগ!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement