ছবি: সংগৃহীত।
বিয়ের জন্য বাকি আর মাত্র ২০ মিনিট। তার মধ্যে তৈরি হয়ে পৌঁছোতে হবে বিয়ের মণ্ডপে। বিয়ের সময় পেরিয়ে যেতে বসেছে দেখেও কোনও হেলদোল নেই হবু বরের। দিব্যি জিমে গিয়ে শরীরচর্চায় ব্যস্ত হয়ে প়ড়েছেন তরুণ। বিয়ের আসরে তাঁকে না দেখতে পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে আসেন কনে। তাঁর পরনে বিয়ের গাউন। তিনি চিৎকার করে তরুণের কাছে জবাবদিহি চান। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে সাদা রঙের বিয়ের গাউন পরা এক তরুণী এসে চিৎকার করে এক তরুণকে শরীরচর্চা বন্ধ করতে নির্দেশ দিচ্ছেন। তিনি বার বার শরীরচর্চা করতে থাকা তরুণকে মনে করিয়ে দিতে থাকেন যে তাঁদের বিয়ে মাত্র ২০ মিনিট পরই শুরু হবে। তরুণ সেই কথায় কান না দিয়েই শান্ত ভাবে অনুশীলন চালিয়ে যান। উপায় না দেখে কনে শেষমেশ ফোনে কথা বলতে বলতে কাঁদতে শুরু করেন। বিয়ের জন্য হবু বরের কোনও তাড়াহু়ড়োর লক্ষণ দেখা যায়নি। হবু বরকে বার বার অনুশীলন বন্ধ করার অনুরোধ করা সত্ত্বেও জিম ছেড়ে বিয়ের জন্য তৈরি হতে চাননি তিনি।
ইনস্টাগ্রাম থেকে ছড়িয়ে পড়া এই ভিডিয়ো দেখে বহু মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে গোটা ঘটনাটিই সাজানো বলে মনে করছেন। তা সত্ত্বেও ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে । প্রায় ২ লক্ষ নেটাগরিক ভিডিয়োয় লাইক দিয়েছেন। বরের এই আচরণের সমালোচনা করেছেন অনেকেই, এমনকি কনেকে তাঁর বিয়ে বাতিল করার পরামর্শ দিয়েছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা।