Viral Video

মুখ থুবড়ে পিছলে কাদায়! ‘পাহাড় ডিঙিয়ে’ ৬ মাসের হাতির ছানার অসাধ্যসাধন, মজার ভিডিয়ো ভাইরাল

মা হাতির সঙ্গে নদী থেকে জল পান করে জঙ্গলের দিকে হাঁটা লাগিয়েছে এক হস্তীশাবক। শাবকটির বয়স মাত্র ছ’মাস। নদীর তীরে কাদামাটিতে বার বার পা পিছলে যাচ্ছে হাতির ছানার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

নদী থেকে জল খেয়ে মায়ের সঙ্গে জঙ্গলের দিকে ফিরছিল ছ’মাসের একটি হস্তীশাবক। কিন্তু নদীর তীরে তখন কাদা জমে পিছল হয়ে রয়েছে। কোনও ভাবেই আর তা পেরিয়ে উপরে উঠতে পারছে না হাতির ছানাটি। ক্রমাগত চেষ্টায় ব্যর্থ হয়েও হাল ছাড়ার পাত্র নয় সে। এক বার মুখ থুবড়ে উল্টে পড়েও গেল হস্তীশাবক। তার পর সন্তানের পিছনে শুঁড় দিয়ে চেপে ধরল মা হাতি। মায়ের শুঁড়ে ভর রেখে লাফিয়ে উঠতে সফল হল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ওয়াইল্ডফ্রেন্ড্‌স_আফ্রিকা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মা হাতির সঙ্গে নদী থেকে জল পান করে জঙ্গলের দিকে হাঁটা লাগিয়েছে এক হস্তীশাবক। শাবকটির বয়স মাত্র ছ’মাস। নদীর তীরে কাদামাটিতে বার বার পা পিছলে যাচ্ছে হাতির ছানার। শত চেষ্টা করেও আর সেখান থেকে উঠতে পারছে না সে।

তার মা এক বার সাহায্য করার জন্য এগিয়ে গেলে শাবকের যেন আরও জেদ বেড়ে গেল। একার চেষ্টায় কাদা পার করতে চাইল সে। তা দেখে মা হাতি একা একাই উপরে উঠে গেল। তবুও হস্তীশাবকটি কোনও দিশা খুঁজে পেল না। কোন দিকে পিছল নেই, তা পরীক্ষা করতে শুরু করল সে। এক বার মুখ থুবড়ে উল্টে পড়েও গেল হস্তীশাবকটি। হার না মেনে আবার উঠে দাঁড়াল সে। মা হাতি শুঁড় দিয়ে তার সন্তানকে সামান্য ঠেলা মারল। মায়ের শুঁড়ে ভর দিয়ে তাড়াতাড়ি উঠে পড়ল হাতির ছানা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement