viral video

রান্নাঘরের সিলিংয়ের আলোর ভিতরে ঘুরে বেড়াচ্ছে গোখরো! আতঙ্কে ৩৬ ঘণ্টা ঘরবন্দি রইল পরিবার, ভিডিয়ো প্রকাশ্যে

কালো রঙের সরু লম্বা একটি গোখরোকে নড়াচড়া করতে দেখা গিয়েছে সিলিংয়ের আলোর খোপের ভিতরে। পরিবারের সদস্যেরা প্রথমে এটিকে বিদ্যুতের তার ভেবেছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৫
Share:

স্বচ্ছ সিলিংয়ের ভিতরে ঘুরে বেড়াচ্ছে হাত দুয়েক লম্বা গোখরো। নয়ডার সেক্টর ওয়ানের একটি বাড়ির রান্নাঘরের সিলিংয়ের আলোর মধ্যে ঢুকে বসেছিল সাপটি। সাপ দেখে প্রায় ৩৬ ঘণ্টা একটি ঘরের মধ্যে নিজেদের বন্দি করে রেখেছিল পরিবারটি। বন বিভাগের কর্মীদের খবর দেওয়া হয়। সাপটিকে ধরার জন্য বেশ বেগ পেতে হয় বনকর্মীদের। ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে কালো রঙের সরু লম্বা সাপটি সিলিংয়ের আলোর খোপের ভিতর নড়াচড়া করছে। পরিবারের সদস্যেরা প্রথমে এটিকে বিদ্যুতের তার ভেবেছিলেন। পরে সেটি নড়াচড়া করতেই ভুল ভাঙে তাঁদের। গোখরোটি রান্নাঘরের ভিতরে আটকে থাকায় ভয়ে কেউ সে দিকে পা দেননি। উপরের তলার ঘরে পরিবারের লোকজন আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। প্রতিবেদন অনুসারে, এক জন সাপ ধরার কর্মী এবং বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছোন। সাপটিকে উদ্ধার করার জন্য ঘণ্টার পর ঘণ্টা লড়াই চলতে থাকে। অবশেষে, ছাদে একটি পাউডার জাতীয় রাসায়নিক ঢেলে দেওয়া হয়, যার ফলে সাপটি বেরিয়ে আসে। কোথা থেকে কী ভাবে সাপটি আলোর জায়গার মধ্যে ঢুকে গেল তা স্পষ্ট হয়নি।

৩৬ ঘণ্টা চাপ এবং আতঙ্কের পরিবেশে বাসিন্দারা দিন কাটান। গত বুধবার সন্ধ্যায়, বনবিভাগ সাপটিকে উদ্ধার করে। আলোর ভেতরে নড়তে-চড়তে থাকা গোখরোটির সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি ‘মণীশকেতিওয়ারি৮১’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি দেখে প্রচুর নেটাগরিক তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement