viral video

হবু স্ত্রী সুন্দরী, বিয়ের সাজে দেখে আনন্দে আত্মহারা তরুণ! নাচলেন ‘যা-তা’ ভাবে, ভাইরাল ভিডিয়ো

বিয়ের আসরে এক জনপ্রিয় বলিউডি গানের তালে নাচছেন স্বয়ং বর। তাঁর সামনে লেহঙ্গা পরে বধূবেশে সজ্জিত নববধূ। হবু স্ত্রীকে খুশি করতে চেয়ে অদ্ভুত ভঙ্গিমায় নাচতে শুরু করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৫ ১৬:১০
Share:

ছবি: সংগৃহীত।

বিয়ে মানেই আনন্দ, হইচই। ভারতীয় বিয়েতে নাচ-গান থাকবে না এমনটা খুবই কম হয়। উত্তর ভারতীয় বিয়েতে নাচ-গানের জন্য আলাদা করে একটি অনুষ্ঠানই করা হয়ে থাকে। বরযাত্রী ও কনেযাত্রীদের মধ্যে এমন অনেক অতিথি থাকেন, যাঁরা নাচগানে বিয়ের আসর জমিয়ে রাখেন। বর ও কনের মধ্যেও নাচার উৎসাহ দেখা যায়। তাঁরাও নিজেদের বিয়েতে নেচে নজর কেড়ে নেন। তেমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে নজর কেড়েছে। সেখানে বিয়ে করতে এসে এক তরুণকে সকলের সামনে অদ্ভুত ভাবে নাচতে দেখা গিয়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের আসরে এক জনপ্রিয় বলিউডি গানের তালে নাচছেন স্বয়ং বর। তাঁর সামনে লেহঙ্গা পরে বধূবেশে সজ্জিত নববধূ। হবু স্ত্রীকে খুশি করতে চেয়ে অদ্ভুত ভঙ্গিমায় নাচতে শুরু করেন তিনি। নীল স্যুট পরিহিত বর নাচতে নাচতে হঠাৎ করেই কনের হাত ধরে তাঁকে নাচার অনুরোধ করেন। নববধূ সেই প্রস্তাবে লজ্জা পেয়ে যান। নাচতেও রাজি হননি। কনে আগ্রহ না দেখালেও নাচে পুরোমাত্রায় আগ্রহ ছিল বরের। স্থান, কাল বিবেচনা না করে মনের আনন্দে অতিথিদের সামনে নাচলেন বর।

ভিডিয়োয় বরের এই নাচ দেখে হাসির ঝড় উঠেছে নেটাগরিকদের মধ্যে। ইনস্টাগ্রামে ‘বিপিনকুমার১৭৬৪’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই ১০ লক্ষ বার দেখা হয়েছে। মজার মজার মন্তব্য জমা পড়েছে এতে। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘আমি ভাল নাচতে পারি না। তাই এখনও অবিবাহিত রয়ে গেলাম।’’ আর এক জনের মন্তব্য, ‘‘নাচছেন বর, কিন্তু সেই নাচ দেখে আমার লজ্জা করছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement