viral video

গুজরাতের গ্রামে ভেঙে পড়ল যুদ্ধবিমান জাগুয়ার, দুর্ঘটনার ভয়াবহ ভিডিয়ো ভাইরাল

বুধবার রাতে গুজরাতের জামনগরের কাছে ভারতীয় বিমানবাহিনীর জাগুয়ার যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আকাশে দেখা দিল হাজার আলোর ঝলকানি। সুয়ারদা গ্রামের একটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ১৮:১০
Share:

ছবি: সংগৃহীত।

রাতের আকাশে এগিয়ে আসতে দেখা গিয়েছিল একটি আলোকবিন্দুকে। হঠাৎ করেই দপ করে জ্বলে উঠল আগুন ও প্রচণ্ড বিস্ফোরণের শব্দ। বুধবার রাতে গুজরাতের জামনগরের কাছে ভারতীয় বিমানবাহিনীর জাগুয়ার যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আকাশে দেখা দিল হাজার আলোর ঝলকানি। সুয়ারদা গ্রামের একটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য। সমাজমাধ্যম ছড়িয়ে পড়া বিমান ধ্বংসের সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। আনন্দবাজার ডট কমের হাতেও এসেছে সেই ভয়াবহ দুর্ঘটনার ভিডিয়োটি।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার রাতে জামনগর বিমানবন্দর থেকে উড়েছিল আইএএফের জাগুয়ার বিমানটি। রাত ৯.৩০টা নাগাদ যান্ত্রিক ত্রুটির কারণে একটি খোলা মাঠে যুদ্ধবিমানটি ধ্বংস হয়ে যায়। সেই সময়ে যুদ্ধবিমানের চালকদের প্রশিক্ষণ চলছিল। ভেঙে পড়ার পর বিমানের একজন চালক আহত অবস্থায় বেরিয়ে আসতে সমর্থ হলেও অন্য বিমানচালক মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। জেট বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে ধোঁয়া বার হতে থাকে। মাঠের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে বিমানের বেশ কয়েকটি জ্বলন্ত টুকরো। ঘটনাটি নজরে আসতে স্থানীয়েরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করে।

পরে সেনাবাহিনীর সদস্যেরা এসে হাত লাগান উদ্ধারকাজে। দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ার দৃশ্য ধরা পড়েছে সমাজমাধ্যমে প্রকাশিত হওয়া একাধিক ভিডিয়োয়। বিমান থেকে চালকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এক জনের চালকের মৃত্যু হয়। এক্সে ‘আদিত্যরাজকৌশল’ নামের একটি হ্যান্ডল থেকেও ভিডিয়োটি পোস্ট করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement