Viral Video

ক্ষুধার্ত কোমোডো ড্রাগনের সামনে এসে পড়ল দলছুট হরিণ, ছুটে গিয়ে কামড়ে ধরল শিকারের পা! ভাইরাল ভিডিয়ো

মৃগকে একা পেয়ে ছুটে গেল ভয়াল সরীসৃপ। হরিণটি পালানোর সুযোগও পেল না। সে যখন বিপদ আঁচ করতে পারল, তত ক্ষণে বিপদ তার কাছে পৌঁছে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১৫:৪১
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

জঙ্গলে দলছুট হয়ে দাঁড়িয়ে রয়েছে একটি হরিণ। সেটিকে দেখতে পেল ক্ষুধার্ত কোমোডো ড্রাগন। মৃগকে একা পেয়ে ছুটে গেল ভয়াল সরীসৃপ। হরিণটি পালানোর সুযোগও পেল না। সে যখন বিপদ আঁচ করতে পারল, তত ক্ষণে বিপদ তার কাছে পৌঁছে গিয়েছে। কোমোডো ড্রাগনটি ছুটে গিয়ে কামড় বসাল হরিণের পিছনের পায়ে। মাটিতে লুটিয়ে পড়ল হরিণটি। শিহরন জাগানো সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মাঝে দাঁড়িয়ে রয়েছে একটি হরিণ। তাকে দেখে মনে হচ্ছে সে দলছুট হয়ে পড়েছে। তার দলের অন্যেরা কোথায় সেটি ঠাহর করার জন্যই হরিণটি অন্যমনস্ক ভাবে দাঁড়িয়ে রয়েছে। নিরীহ সেই হরিণটির দিকে চোখ গেল একটি হিংস্র কোমোডো ড্রাগনের। ঝড়ের বেগে কোমোডো ড্রাগনটি ছুটে গেল হরিণটির দিকে। মাটিতে পড়ে থাকা পাতার উপর দিয়ে ছুটে যাওয়ার সময় হওয়া আওয়াজ শুনতে পেয়ে হরিণটি বিপদের আঁচ পেল। কিন্তু পালানোর সুযোগ পেল না। কোমোডোটি গিয়ে কামড় বসাল হরিণটির পিছনের পায়ে। মাটির উপর পড়ে গেল হরিণটি। কোমোডো ড্রাগনটি তা সত্ত্বেও সেটির পা কামড়ে ধরে রাখল। পাছে শিকার পালিয়ে যায়। হরিণটি নিজের হার মেনে নিল। বন্য জীবনের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘নেচারইজ়মেটাল’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। প্রায় দেড় লক্ষ নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা ধরনের মন্তব্য করে নেটাগরিকেরা ভিডিয়োটির মন্তব্যবাক্স ভরিয়ে তুলেছেন। নেটাগরিকদের একাংশ হরিণটির করুণ পরিস্থিতি দেখে দুঃখ পেয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement