Viral Video

পশুরাজের সঙ্গে অসম লড়াই, জলহস্তীকে আঁচড়ে কামড়ে ফালাফালা করল বিশাল সিংহ! রইল ভয়ঙ্কর ভিডিয়ো

পিছন থেকে জলহস্তীর গায়ের উপর লাফ দিয়ে উঠে পড়ে সিংহটি। নখ দিয়ে আঁকড়ে ধরে শিকারের দেহ। তার পরই গলার এক পাশে দেয় মরণ কামড়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ১০:৩৩
Share:

ছবি এক্স থেকে নেওয়া।

জল ছেড়ে ডাঙায় ঘোরাঘুরি করতে গিয়েই বাধল বিপদ। দিব্যি হেলেদুলে ফাঁকা জায়গায় চরে বেড়াচ্ছিল এক বিশাল জলহস্তী। তার ঠিক পিছনেই ছিল ‘বনের রাজা’। এই পরিস্থিতিতে কী করবে তা বুঝতে পারছিল না জলহস্তীটি। ধীর পায়ে সিংহটি এগিয়ে এসে ঝাঁপিয়ে পড়ল জলহস্তীটির উপর। ভারী থাবা দিয়ে এক ঝটকায় মাটিতে ফেলে দিল শিকারকে। সিংহের জলহস্তী শিকারের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ঘটনাটি কবে ও কোথায় ঘটেছে তা স্পষ্ট করা হয়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পিছন থেকে জলহস্তীটির গায়ের উপর লাফ দিয়ে উঠে পড়ে সিংহটি। নখ দিয়ে আঁকড়ে ধরে শিকারের দেহ। তার পরই গলার এক পাশে দেয় মরণ কামড়। কামড়ে ধরে ঝুলতে থাকে হিংস্র শ্বাপদটি। ছটফট করতে করতে মৃত্যুদূতকে গা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করতে থাকে অসহায় প্রাণীটি। কিন্তু তাতে কোনও লাভ হয় না। কিন্তু সিংহের কবল থেকে ছাড় পাওয়া প্রায় অসম্ভব। ধীরে ধীরে মৃত্যুকে বরণ করে নেয় প্রাণীটি। ভিডিয়োর শেষে দেখা গিয়েছে জলহস্তীটিকে মুখে করে টানতে টানতে নিজের আস্তানায় নিয়ে যাচ্ছে সিংহটি।

ছ’দিন আগে ভিডিয়োটি ইনস্টাগ্রামের ‘শার্নুদ আনিরখান’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটিতে প্রচুর নেটাগরিক লাইক ও কমেন্ট করেছেন। ইতিমধ্যে প্রায় ৫৮ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকম মন্তব্য করে নেটাগরিকেরা ভিডিয়োটির মন্তব্যবাক্স ভরিয়ে তুলেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement