Delhi Metro

কোলে তোয়ালে জড়ানো ‘নবজাতক’, মেট্রোয় বসার আসন চাইলেন তরুণ, কিছু ক্ষণ পর ফাঁস হল ‘আসল রহস্য’!

কোলে তোয়ালে জড়িয়ে ‌দিল্লি মেট্রোয় উঠেছিলেন এক তরুণ। সকলে মনে করেছিলেন তোয়ালেতে জড়ানো রয়েছে কোনও নবজাতক। আসনে বসে থাকা তরুণীকে তাঁর হাতের দিকে ইশারা করে দেখান তরুণ। কিছু না জিজ্ঞাসা করেই উঠে দাঁড়িয়ে ওই তরুণকে বসার জায়গা করে দেন তরুণী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৫ ১৫:০৩
Share:

ছবি: সংগৃহীত।

দিল্লি মেট্রো মানেই ঘটনার ঘনঘটা। প্রতি দিনই কোনও না কোনও ঘটনার জন্য সংবাদ শিরোনামে উঠে আসে দিল্লি মেট্রো। ভাইরাল হওয়ার জন্য নেটপ্রভাবীদের পছন্দের তালিকার শীর্ষে দিল্লি মেট্রো। কেউ উদ্দাম নেচে সমাজমাধ্যমে হাততালি কুড়োতে চান, কেউ বা স্বল্প পোশাকে মেট্রোয় উঠে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। আবার কখনও সামান্য কথা কাটাকাটি থেকে রণক্ষেত্রের চেহারা নেয় মেট্রো কামরার অন্দর। সম্প্রতি এক যুবকের বসার আসন দখলের অদ্ভুত ‘প্র্যাঙ্কের’ ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। ভাইরাল হয়েছে সেই মজার ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণ কোলে তোয়ালে জড়িয়ে মেট্রোর কামরায় ওঠেন। ভিড়ে ঠাসা না হলেও কামরার বসার কোনও আসন ফাঁকা ছিল না। এক তরুণীর দিকে এগিয়ে এসে দাঁড়ান তরুণ। হাতে তোয়ালে জড়ানো নবজাতকের মতো কেউ। আসনে বসে থাকা তরুণীকে তাঁর হাতের দিকে ইশারা করে দেখান তরুণ। কিছু না জিজ্ঞাসা করেই উঠে দাঁড়িয়ে ওই তরুণকে বসার জায়গা করে দেন তরুণী।

আসনে বসেই ওই তরুণ যা কাণ্ড ঘটালেন তা দেখে চমকে ওঠেন তরুণী ও কামরার বাকি যাত্রীরা। তরুণ তাঁর হাতের তোয়ালেটি ঝেড়ে কোলে রেখে দিলেন। তোয়ালের মধ্যে কোনও শিশু বা নবজাতক কেউই ছিল না। তরুণ মজা করার উদ্দেশ্যে এই কাণ্ড ঘটিয়েছেন। যুবকের এ হেন আচরণে প্রথমে হতবাক হয়ে গেলেও পরে তরুণীও হেসে ফেলেন। মেট্রোতে উপস্থিত যাত্রীরাও হাসতে শুরু করে দেন। শেষ পর্যন্ত যুবকটি তরুণীকে আসনটি ফিরিয়ে দেন এবং ভিডিয়োটি এখানেই শেষ হয়।

Advertisement

‘দেশি ক্র্যাপ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়ো পোস্ট করার পর তা দেখে নেটাগরিকেরাও মজার মজার মন্তব্য করেছেন। ভিডিয়োটি ৯ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্য করেছেন বহু নেটমাধ্যম ব্যবহারকারী। এক জন লিখেছেন, ‘‘দিল্লি মেট্রোয় এটাই দেখা বাকি ছিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement