ছবি: সংগৃহীত।
সমাজমাধ্যমে প্রায়শই নানা স্টান্ট ও কসরত আমাদের নজর কেড়ে নেয়। কখনও বাইকে উপর দাঁড়িয়ে নানা ধরনের কেরামতি আবার কখন কেউ কেউ প্যারাসুট ছাড়াই আকাশ থেকে লাফ দেন, আবার কেউ কেউ এক হাতে গাছে ওঠেন। উদ্ভট ও বিপজ্জনক চ্যালেঞ্জ নেওয়ার ভিডিয়োয় হামেশাই ঘুরে বেড়াতে দেখা যায় সমাজমাধ্যমের পাতায়। তেমনই এক ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সমাজমাধ্যমে এক তরুণ এমন একটি স্টান্ট দেখাতে শুরু করেছেন যে তাঁকে বাস্তবের স্পাইডার ম্যান নামে শুরু হয়েছে। কুয়োতে নেমে শিব নামের ওই তরুণের ভিডিয়ো ব্যাপক ভাবে নজর কেড়েছে নেটাগরিকদের। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
তাঁর যে ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে তাঁকে কোনও যন্ত্র বা দড়ি ছাড়াই কেবল হাত ও পায়ের সাহায্যে একটি গভীর কুয়োয় উঠতে এবং নামতে দেখা যাচ্ছে। হাত ও পা গুলি দেওয়ালে এমন ভাবে আটকে রেখেছেন যে দেখে মনে হচ্ছে যেন কোনও মাকড়সা। মাধ্যাকর্ষণকে পরাজিত করছে। ওই ভাবেই শিব নামের তরুণ তাঁর হাত ও পা ছড়িয়ে নীচে নেমে যান এবং কুয়োর দেয়ালের উপর ভর করে আবার উপরে উঠে আসেন। দেখতে হুবহু স্পাইডারম্যানের মতো দেখতে লাগছে তাঁকে। তাঁর আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে তিনি কেবল তার পেটের পেশির সাহায্যে বাঁশের লাঠির উপর ঝুলছেন। তার উপরে, তিনি তাঁর উরুতে দুটি ভারী পাথরও রেখেছেন। এই স্টান্ট দেখে সবাই হতবাক।
শিবাসফিটজ়োন নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করেছেন। দুটি ভিডিয়োই ৩০ লক্ষের বেশি বার দেখা হয়েছে। নেটাগরিকেরা তরুণের অনুশীলনের প্রশংসা করেছেন। এক জন লিখেছেন ‘‘এটা তোমার একদিনের নয় বহুদিনের পরিশ্রমের ফল।’’ অন্য এক জন লিখেছেন ‘‘তোমার শক্তিকে কুর্নিশ জানাই।’’