Viral Video

পিছু নিয়েছে কুচকুচে সাপ, ‘প্রাণ হাতে’ পাহাড় বেয়ে নামতে গিয়ে পড়ে গেলেন তরুণ! তার পর... ভাইরাল ভিডিয়ো

পাহাড়ের ঢাল বেয়ে দৌড়তে দৌড়তে নামছেন এক জন তরুণ। তাঁর পিছনে ‘ছুটে’ আসছে বিশাল আকৃতির একটি কালো রঙের সাপ। তার থেকে প্রাণ বাঁচাতেই পড়ি কি মড়ি করে পাহাড় বেয়ে নামছেন তরুণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৫ ১৪:১৫
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

পাহাড়ের চড়াই থেকে হুড়মুড়িয়ে নীচে নেমে আসছেন এক তরুণ। তাঁর এক হাতে জলের বোতল। নামতে গিয়ে পা পিছলে পড়েও যাচ্ছেন তিনি। কিন্তু থামছেন না। কারণ তাঁর থামার উপায় নেই। তরুণের পিছু নিয়েছে স্বয়ং ‘মৃত্যুদূত’। কুচকুচে কালো একটি সাপ ধাওয়া করেছে তরুণকে। তার ভয়েই নিজের জীবন বাঁচাতে ‘প্রাণের ঝুঁকি’ নিয়ে পাহাড় থেকে তাড়াহুড়ো করে নীচে নেমে আসছেন তরুণ। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানতে পারা যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাহাড়ের ঢাল বেয়ে দৌড়তে দৌড়তে নামছেন এক জন তরুণ। তাঁর পিছনে ‘ছুটে’ আসছে বিশাল আকৃতির একটি কালো রঙের সাপ। তার থেকে প্রাণ বাঁচাতেই পড়ি কি মড়ি করে পাহাড় বেয়ে নামছেন তরুণ। নামতে গিয়ে পড়েও গেলেন, তা-ও থামলেন না। তরুণের পড়ে যাওয়ার সুযোগ নিয়ে সাপটিও লাফিয়ে এল তাঁকে দংশন করার উদ্দেশ্যে। কিন্তু প্রাণ বাঁচানোর তাগিদে তরুণের দৌড়ের যে গতি, তার সঙ্গে পেরে উঠল না ভয়ঙ্কর সরীসৃপটি। শেষে পাহাড়ের ঢাল থেকে লাফ দিয়ে নীচে নেমে গেলেন তরুণ। সাপটিও তরুণকে বাগে না পেয়ে আবার পাহাড়ের উপর উঠে যেতে থাকল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ইউনিভারসো_কিউরিয়োসো৮’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রায় চার লক্ষ নেটাগরিক ভিডিয়োটিতে ভালবাসা এঁকে দিয়েছেন। ভিডিয়োটির মন্তব্যবাক্সে নেটাগরিকেরা নানা রকমের মন্তব্য করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement