viral video

খালি হাতে, হেলায় লাখ লাখ মৌমাছি সরিয়ে দিলেন তরুণ, পুরলেন জামায়! কী ঘটল তার পর? রইল ভিডিয়ো

জঙ্গলের মাঝে বিশাল এক পাথর থেকে ঝুলতে থাকা মৌচাকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে এক তরুণকে। নিজেদের বাসস্থান পাহারা দিতে তাতে রয়েছে ঝাঁকে ঝাঁকে মধুকরেরা। সেই চাকের মধু সংগ্রহ করতে হাজির হয়েছিলেন তরুণ ও তাঁর কয়েক জন সঙ্গী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ০৭:৪১
Share:

ছবি: সংগৃহীত।

মৌমাছির হুলের দংশনের জ্বালা কেমন তা ভুক্তভোগীরাই জানেন। একটি মৌমাছি কামড় দিলেই ‘ত্রাহি ত্রাহি’ অবস্থা হয়। আর সেই সংখ্যাটা যদি লক্ষ লক্ষ হয়! এমনই একটি শিউরে ওঠা ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে লাখো লাখো মৌমাছির সঙ্গে ‘ছেলেখেলা’ করছেন এক তরুণ। একটি বিশাল মৌচাকের সামনে দাঁড়িয়ে ওই তরুণ মুঠো মুঠো মৌমাছি তুলে নিজের জামার ভিতর পুরে দিচ্ছেন। ভয়াবহ ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই তরুণ জঙ্গলের মাঝে বিশাল এক পাথর থেকে ঝুলতে থাকা মৌচাকের সামনে দাঁড়িয়ে রয়েছেন। নিজেদের বাসস্থান পাহারা দিতে তাতে রয়েছে ঝাঁকে ঝাঁকে মধুকর। সেই চাকের মধু সংগ্রহ করতে হাজির হয়েছিলেন তরুণ ও আরও কয়েক জন সঙ্গী। দেখা গিয়েছে, কালো গেঞ্জি পরা ওই তরুণ কোনও রকম সুরক্ষা সরঞ্জাম ছাড়াই চাক ভাঙতে গিয়েছেন। এর পর যা দৃশ্য দেখা গিয়েছে তা দেখে দমবন্ধ হয়ে যেতে পারে। অকুতোভয় ওই তরুণ প্রথমে হাত দিয়ে চাক থেকে মৌমাছিদের সরালেন। এর পর মুঠো মুঠো মৌমাছি নিজের গায়ের উপর ছড়িয়ে দিলেন তিনি। তরুণের শরীরে হুল ফোটানোর কোনও চেষ্টাই করেনি মৌমাছিরা। তরুণের চোখে-মুখে ব্যথার কোনও চিহ্ন নেই।

এই ভিডিয়ো দেখে দর্শক ভীত ও আতঙ্কিত হয়েছেন। এই ভিডিয়োটি কবে, কোথায় তোলা হয়েছে সে সম্পর্কে কোনও সুষ্পষ্ট তথ্য জানা যায়নি। ডোগান ইজ়িন্ডে নামের একটি এক্স হ্যান্ডেল ভিডিয়ো থেকে পোস্ট করা হয়েছে। ৯ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে এটি। হাজার হাজার লাইক এবং কমেন্টে ভরে উঠেছে পোস্টটি। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী তরুণের উদ্দেশে মন্তব্য করেছেন, “আপনি মানুষ নন।” অন্য এক জন জন লিখেছেন, “আপনাকে তো মৌমাছির দেবতা বলে মনে হচ্ছে।” তৃতীয় ব্যক্তি লিখেছেন, ‘‘আপনাকে দেখে ভয়ে শিহরিত হচ্ছি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement