viral video

২০তলা থেকে ঝুলছিলেন তরুণী, চিতার ক্ষিপ্রতায় চুলের মুঠি ধরে টেনে তুলে প্রাণ বাঁচালেন তরুণ!

দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলের গ্যাংনাম স্টেশনের কাছে একটি বহুতলের পাঁচিল ধরে ঝুলে ছিলেন তরুণী। লাফ দেওয়ার ঠিক আগের মুহূর্তেই এক তরুণ এসে অসামান্য ক্ষিপ্রতায় তরুণীর একটি হাত ও চুল ধরে নেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৫ ০৯:৩৯
Share:

ছবি: সংগৃহীত।

২০তলা বহুতলের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছিলেন এক তরুণী। দেখতে পেয়ে কোনও রকমে চুল ধরে টেনে তুললেন এক তরুণ। আকাশচুম্বী একটি ভবনের ছাদের পাঁচিল ধরে ঝুলছিলেন তরুণী। সেখান থেকে লাফ দিয়ে নীচে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছিলেন তিনি। লাফ দেওয়ার চেষ্টা করলে এক তরুণ ছুটে এসে তরুণীর চুল ধরে তাঁকে আটকে রাখেন। সেই ভয়াবহ দৃশ্যের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলে। গ্যাংনাম স্টেশনের কাছে একটি বহুতলের পাঁচিল ধরে ঝুলে ছিলেন তরুণী। লাফ দেওয়ার ঠিক আগের মুহূর্তেই এক তরুণ এসে অসামান্য ক্ষিপ্রতায় তরুণীর একটি হাত ও চুল ধরে নেন। ফলে প্রাণরক্ষা হয় তরুণীর। যদিও তাঁকে ধরে ফেলার সময় তরুণী হাত-পা নাড়িয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করেন। তা সত্ত্বেও উদ্ধারকারী তরুণ শক্ত করে তরুণীর চুল ও হাত ধরে রাখেন। তরুণকে সাহায্য করতে আরও এক জন ছুটে আসেন ছাদে। দু’জনে মিলে তরুণীকে টেনে তুলে আনেন নিরাপদে।

ঘটনাটি দেখে প্রত্যক্ষদর্শীরা হতবাক হয়ে যান। একই ভাবে সমাজমাধ্যমেও ভিডিয়োটি দেখে শিউরে উঠেছেন অনেকে। উদ্ধারকারী ব্যক্তির সাহসের প্রশংসা করেছেন অনেক নেটাগরিকই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement