Mumbai

ফিরিয়ে দিয়েছিল হাসপাতাল, র‌্যাঞ্চোর কায়দায় প্ল্যাটফর্মে তরুণীর সন্তান প্রসব করালেন ‘দেবদূত’! ভাইরাল ভিডিয়ো

১২ অক্টোবর রাতে মুম্বইয়ের রামমন্দির স্টেশনে প্রসববেদনায় ভোগা এক তরুণীকে সাহায্য করেছিলেন বিকাশ বেন্দ্রে নামের ওই তরুণ। চিকিৎসকের অনুপস্থিতিতে নিরাপদে প্রসবে সাহায্য করেছিলেন তিনি বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ০৭:৫১
Share:

ছবি: সংগৃহীত।

‘থ্রি ইডিয়টস’-এর দেখা মিলল বাস্তবে। রুপোলি পর্দার র‌্যাঞ্চোর দেখা পাওয়া গেল মুম্বইয়ের রেলস্টেশনে। প্ল্যাটফর্মে শুয়ে প্রসববেদনায় ছটফট করছিলেন এক তরুণী। সহায়তার জন্য কোনও চিকিৎসককে পাওয়া যায়নি। সেই কঠিন পরিস্থিতিতে ‘দেবদূত’ হয়ে সন্তানপ্রসবে সহায়তা করেন এক তরুণ। সমাজমাধ্যমে সেই ঘটনাটি ছড়িয়ে পড়তেই তরুণের প্রশংসায় পঞ্চমুখ হন নেটাগরিকেরা। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ১২ অক্টোবর রাতে মুম্বইয়ের রামমন্দির স্টেশনে প্রসববেদনায় ভোগা এক তরুণীকে সাহায্য করেছিলেন বিকাশ বেন্দ্রে নামের ওই তরুণ। চিকিৎসকের অনুপস্থিতিতে, তিনি ভিডিয়ো কলের মাধ্যমে নিরাপদে প্রসবে সাহায্য করেছিলেন বলে জানা গিয়েছে। প্রসবের পর মা এবং শিশু উভয়েই সুস্থ আছেন। প্রসববেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হতে গিয়েছিলেন তরুণী। ভর্তি নিতে চায়নি হাসপাতাল। তাই ট্রেনে চেপে বাড়ি ফিরছিলেন তরুণী ও তাঁর পরিবার। রাত ১টার দিকে ট্রেনের মধ্যেই হঠাৎ করে অন্তঃসত্ত্বা তরুণীর প্রসববেদনা বেড়ে যায়। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে চেন টেনে রামমন্দির স্টেশনে ট্রেনটি থামিয়ে দেন বিকাশ। তরুণীর শরীর থেকে শিশুটি অর্ধেক বেরিয়ে এসেছিল। অ্যাম্বুল্যান্স বা চিকিৎসাকর্মী অমিল থাকায় বুদ্ধি করে বিকাশ তাঁর চিকিৎসক বন্ধু দেবিকা দেশমুখকে ভিডিয়ো কল করেন। দেবিকার নির্দেশ অনুসরণ করে বিকাশ নিরাপদে শিশুটিকে পৃথিবীর আলো দেখান।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘মনজিৎ৯৮৬২’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করে লেখা হয়েছে, ‘‘বাস্তবের ‘থ্রি ইডিয়টস’। ঈশ্বরই সে দিন এই ভাইকে সেখানে পাঠিয়েছিলেন।’’ এই ভিডিয়োটি পোস্ট করার পর প্রায় ৯ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। প্রায় ৬০ হাজার লাইক জমা পড়েছে তাতে। নেটাগরিকেরা তরুণের প্রশংসায় মন্তব্য বিভাগ ভরিয়ে দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement