ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
গাছের ডালে শুয়ে রয়েছে একটি বিশাল সাপ। যেন সদ্য দুপুরে খাওয়াদাওয়া করে এসেছে সে। এ বার তার ‘ভাতঘুম’-এর সময়। গাছের ডালে পুরো শরীর নেতিয়ে চোয়াল ফাঁক করতে শুরু করল সে। তা দেখে গা শিউরে ওঠার জোগাড়। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় একটি ভয়ধরানো ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি সাপ গাছের ডালে শুয়ে রয়েছে। ধীরে ধীরে মুখ উঁচু করে চোয়াল ফাঁক করতে শুরু করল সে। সেই ফাঁকের পরিধি ক্রমশ বেড়েই যাচ্ছে। দেখে মনে হচ্ছে, মুখের ভিতরও যেন বাইরে বেরিয়ে পড়বে।
ঘটনাটি কোথায় ঘটেছে সে বিষয়ে অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে অধিকাংশ নেটাগরিকদের মনে ভয়ের উদ্রেক হয়েছে। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘সাপের এত বড় হাঁ দেখার পর আমার শরীর কেমন করতে শুরু করেছে। খুবই ভয়ানক ভিডিয়ো।’’ আবার একাংশ সর্পবিশেষজ্ঞদের মতে, সাপটি খাওয়াদাওয়ার পর হাই তুলছে। তাই এমন ভাবে চোয়াল ফাঁক করেছে সে। তা জেনে আবার এক জন লিখেছেন, ‘‘বাবা রে! আরামও এত ভয়ানক হতে পারে!’’