viral video

৪০০ জন বরযাত্রী নিয়ে শোভাযাত্রা, ডিজের তালে নাচ, ভারতীয় বিয়ের অনুষ্ঠানে স্তব্ধ হল ওয়াল স্ট্রিট

ভিডিয়োয় দেখা গিয়েছে বরযাত্রীদের একটি বিশাল দল বরকে নিয়ে শোভাযাত্রা সহকারে বিয়ে করতে চলেছেন। প্রত্যেকের পরনে ভারতীয় পোশাক। সঙ্গে রয়েছে ডিজের বন্দোবস্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১৬:১৯
Share:

ছবি: সংগৃহীত।

নিউ ইয়র্কের অন্যতম ব্যস্ত রাস্তা। আকাশচুম্বী বহুতল ও নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ যেখানে অবস্থিত সেই রাস্তাই থমকে গেল বরযাত্রীদের ভিড়ে। ৪০০ জন বরযাত্রীকে নিয়ে রাস্তা জুড়ে জাঁকজমকপূর্ণ ভারতীয় বিয়ের অনুষ্ঠানের সাক্ষী রইল নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট। বিয়ের শোভাযাত্রার অনুষ্ঠানটির একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছ সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে বরযাত্রীদের একটি বিশাল দল বরকে নিয়ে শোভাযাত্রা সহকারে বিয়ে করতে চলেছে। প্রত্যেকের পরনে ভারতীয় পোশাক। সঙ্গে রয়েছে ডিজের বন্দোবস্ত। গানের তালে তালে নেচে চলেছেন বরযাত্রীরা। জমজমাট সেই বিয়ের শোভাযাত্রায় কার্যত স্তব্ধ হয়ে গেল লোয়ার ম্যানহাটন এলাকার জনবহুল রাস্তাটি। ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, ‘‘৪০০ জন বরযাত্রীকে নিয়ে আমরা ওয়াল স্ট্রিট বন্ধ করে দিয়েছিলাম— কেউ কখনও এটা ভেবেছিল?’’ লেহঙ্গা, শাড়ি, কুর্তা-পাজামা পরা বরযাত্রীদের রাস্তায় হাঁটতে হাঁটতে গানের তালে তালে নাচতে দেখা গিয়েছে। বাদ যাননি বর এবং কনেও। বিয়ের পোশাকে সজ্জিত হয়ে তাঁরাও সেই শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন।

ভিডিয়োটি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি সমাজমাধ্যমে নজর কাড়লেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক জন ব্যঙ্গ করে লিখেছেন, ‘‘ওয়াল স্ট্রিটকেও নাচের মঞ্চ বানিয়ে ফেললেন আপনারা!’’ ভিডিয়োটি ইতিমধ্যে কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ১৮ হাজারের বেশি নেটাগরিক ভিডিয়োটি পছন্দ করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement