ছবি: সংগৃহীত।
বিয়ের অনুষ্ঠানে নানা মজার মজার কাণ্ড ঘটে থাকে প্রায়শই। অতিথি-অভ্যাগতদের নজর কাড়তে বা চমকে দিতে বিয়ের সময় অনেক সময় অদ্ভুত ব্যবস্থা করে বর বা কনের পরিবার। বর কিংবা কনেও মাঝেমাঝেই এমন সব কীর্তি করে বসেন যা দেখে সমাজমাধ্যমে হাসির ঝড় ওঠে। ছবি তোলার সময় দম্পতিকে অনেক অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হতে দেখা যায়। তেমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে নেটাগরিকদের। বিয়ের আসরে গলায় মালার বদলে ভয়ঙ্কর এক প্রাণী নিয়ে পোজ় দিতে গিয়ে কেলেঙ্কারি কাণ্ড ঘটালেন দু’জনে। ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নববধূ ও বর বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে ছবি তুলছেন। সবই ঠিক ছিল, গলায় মালার মতো করে দম্পতির গলায় জড়িয়ে রয়েছে বিশাল এক অজগর। অজগরটি কনের দিকে চেরা জিভ বার করে ধেয়ে আসতেই ঘটে যায় বিপদ! ভয়ের চোটে পিছিয়ে আসার চেষ্টা করতেই টাল সামলাতে পারেননি কনে। বরসমেত মাটিতে ধপাস করে পড়ে যান নববধূ। বর-কনে পড়ে যেতে যেতেই কাছে দাঁড়িয়ে থাকা অজগরের মালিক সাপটিকে ধরে ফেলেন। পরিস্থিতি অনুমান করতে পেরে তৎক্ষণাৎ অজগরের মালিক সাপটিকে বর-কনের গলা থেকে খুলে তাঁর বাক্সের মধ্যে পুরে ফেলেন। উঠে দাঁড়ানোর পর, কনে সাপের সঙ্গে ছবি না তোলার ইঙ্গিত করতে থাকেন। ভিডিয়োয় কনের অভিব্যক্তি দেখে মনে হয়েছিল সাপটিকে গলায় ঝুলিয়ে তিনি বেশ ভয় পাচ্ছেন।
ভিডিয়োটি ইনস্টাগ্রামে বর ও বধূ নিজেদের অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন। ভিডিয়োটি ৯২ লক্ষ বার দেখা হয়েছে। ভিডিয়োয় জমা পড়েছে অজস্র মন্তব্য। এক জন লিখেছেন, ‘‘মানুষ কি সহজ ভাবে বিয়ে করতে পারে না?’’ অন্য এক নেটাগরিক লিখেছেন, ‘‘মালাবদলের শখ থাকলে তা ফুলের মালা দিয়ে সোজাসাপটা ভাবে করলে কী ক্ষতি হত?’’