Uttar Pradesh

লুকিয়ে প্রেমিকার সঙ্গে একত্রবাস স্বামীর! ফ্ল্যাটে হানা দিলেন রণংদেহী তরুণী, প্রেমিকাকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন তরুণ

একটি ফ্ল্যাটের মধ্যে প্রেমিকার সঙ্গে নিভৃতে সময় কাটাচ্ছিলেন এক তরুণ। খবর পেয়ে সেখানে পৌঁছে যান তাঁর স্ত্রী। সঙ্গে নিয়ে যান আত্মীয় পরিজনদেরও। ফ্ল্যাটের ভিতরে ঢোকার পর তরুণের স্ত্রী ও তাঁর প্রেমিকার মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৫ ১১:৩৬
Share:

ছবি: সংগৃহীত।

দু’মাস ধরে স্বামী লুকিয়ে প্রেমিকার সঙ্গে একত্রবাস করছিলেন। খবর পেয়ে পরিবারের লোকজনদের জুটিয়ে এনে প্রেমিকার ফ্ল্যাটে হাজির হলেন স্ত্রী। ফ্ল্যাটের মধ্যে প্রেমিকার সঙ্গে একান্তে সময় কাটাতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন স্বামী। তরুণের স্ত্রী ও প্রেমিকার মধ্যে শুরু হয় চুলোচুলি, মারামারি। দু’জনকে নিরস্ত করতে গিয়ে কালঘাম ছোটে তরুণের। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি উত্তরপ্রদেশের মেরঠের। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভাইরাল সেই ভিডিয়োটিকে কেন্দ্র করে হইচইও পড়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ফ্ল্যাটের মধ্যে প্রেমিকার সঙ্গে নিভৃতে সময় কাটাচ্ছিলেন ওই তরুণ। খবর পেয়ে সেখানে পৌঁছে যান তাঁর স্ত্রী। সঙ্গে নিয়ে যান আত্মীয় পরিজনদেরও। ফ্ল্যাটের ভিতরে ঢোকার পর ওই তরুণের স্ত্রী ও প্রেমিকার মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি। এক অপরের চুল টেনে ধরেন তাঁরা। তাঁদের থামাতে গিয়ে মাঝখানে পড়ে যান তরুণ। স্ত্রীর মার আটকাতে প্রেমিকার সামনে ঢাল হয়ে দাঁড়ান তিনি। ভিডিয়োয় দেখা গিয়েছে, সাদা পোশাক পরা তরুণের বান্ধবী তাঁর পিছনে লুকোনোর চেষ্টা করছেন। স্ত্রী মারমুখী হয়ে তাঁদের দিকে তেড়ে আসছেন, তাঁকে আটকানোর চেষ্টা করছেন স্বামী।

‘সচিন গুপ্তা’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই কয়েক হাজার নেটাগরিক সেই ভিডিয়ো দেখেছেন। ভিডিয়ো দেখে মন্তব্য বি‌ভাগে সমাজমাধ্যম ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের একাংশ মজার মন্তব্য করলেও অনেকেই তরুণের আচরণের সমালোচনা করেছেন। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘মানুষের একাধিক সম্পর্ক করার জন্য এত সময় আছে? আমি তো একটির জন্যও সময় বার করতে পারছি না।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘সততা বলে আর কিছু অবশিষ্ট নেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement