viral video

প্রেমিকের সঙ্গে স্ত্রীকে হাতেনাতে ধরার 'শাস্তি'! গাড়ির চাকায় ১০০ ফুট টেনে নিয়ে পিষে মারার চেষ্টা তরুণকে

ঘটনার দিন অনিলের স্ত্রী পেট ব্যথার অজুহাত দেখিয়ে চিকিৎসার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। তাতে অনিলের সন্দেহ হলে, তিনি স্ত্রীর পিছু নেন এবং চন্দ্রবদনি নাকা বাস স্ট্যান্ডে প্রেমিকের গাড়ি থেকে নামতে দেখে দু’জনকে হাতেনাতে ধরেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ০৯:৩৫
Share:

ছবি: সংগৃহীত।

প্রেমিকের সঙ্গে যুক্তি করে স্বামীকে গাড়ি দিয়ে ধাক্কা মেরে ১০০ ফুট টেনে হিঁচড়ে নিয়ে মারার চেষ্টা করলেন এক তরুণী! গ্বালিয়রের চন্দ্রবদনি নাকা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি সামনে এসেছে সম্প্রতি। গাড়ি দিয়ে রাস্তায় পিষে মেরে ফেলার চেষ্টার পর ওই তরুণ প্রচন্ড জখন হন। ঘটনাটির একটি সিসিটিভি ফুটেজ সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেই ফুটেজের ভিডিয়ো অনুসারে ঘটনাটি ২০ মার্চের। যদিও এই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে স্ত্রী ও তাঁর প্রেমিক তরুণকে গা়ড়ি দিয়ে পিষে ফেলার চেষ্টা করার পর পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করতে যান। অনিল নামের সেই তরুণ জানান, ২০১৪ সালে টেকনাপুরের বাসিন্দা রজনীর সঙ্গে তাঁর বিয়ে হয়। দম্পতির দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে। স্বামীর দাবি, তাঁর স্ত্রীর গত ১২ বছর ধরে মঙ্গল কুশওয়াহা নামের এক তরুণের সঙ্গে সম্পর্কে জড়িত আছেন। এই সম্পর্ক বিয়ের আগে থেকেই ছিল বলে দাবি অনিলের। ঘটনার দিন অনিলের স্ত্রী পেট ব্যথার অজুহাত দেখিয়ে চিকিৎসার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। তাতে অনিলের সন্দেহ হলে, তিনি স্ত্রীর পিছু নেন এবং চন্দ্রবদনি নাকা বাস স্ট্যান্ডে প্রেমিকের গাড়ি থেকে নামতে দেখে দু’জনকে হাতেনাতে ধরেন। আহত স্বামী পুলিশকে বলেন, ‘‘আমার স্ত্রীর ১২ বছর ধরে মঙ্গল কুশওয়াহার সঙ্গে প্রেম চলছিল। আমি যখন তাকে হাতেনাতে ধরি, তখন তাঁর প্রেমিক গাড়ি দিয়ে ধাক্কা মেরে আমাকে হত্যার চেষ্টা করে। গাড়ির চাকার নিচে পড়ে আমি কয়েকশো ফুট এগিয়ে যাই। আমার মারাত্মক চোট লেগেছে।’’

‘সহোদরইন্ডিয়া’ নামের এক্স হ্যান্ডলের পোস্ট করা ভিডিয়োয় স্পষ্ট দেখা গিয়েছে একটি গাড়ি ওই যুবককে ধাক্কা দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। পুলিশ এখনও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement