viral video

ফোনে মগ্ন প্রৌঢ়, রাস্তা দিয়ে এগিয়ে এল মৃত্যুদূত! রক্ষক হয়ে এল শিবের বাহন, পিঠটান দিল কালো সরীসৃপ

বারান্দায় বসে থাকা ব্যক্তি তাঁর মোবাইল ফোনে এতটাই মগ্ন ছিলেন যে, তিনি লক্ষই করেননি কিছুটা দূরেই একটি অত্যন্ত বিষাক্ত কালো সাপ তাঁর দিকে এগিয়ে আসছে। যদি সাপটি তাকে কামড়াত, তা হলে তা মারাত্মক হতে পারত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৬:৫৩
Share:

ছবি: সংগৃহীত।

বাড়ির বারান্দায় বসে মোবাইলে মগ্ন ছিলেন এক প্রৌঢ়। খেয়ালই করতে পারেননি তাঁর দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর বিপদ। সেটি তাঁকে কামড়ালে মৃত্যু পর্যন্ত হতে পারত তাঁর। আসন্ন বিপদ থেকে তাঁকে বাঁচিয়ে দিল এক চতুষ্পদ। সেটিকে দেখেই লেজ গুটিয়ে পালাল সরীসৃপটি। সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুসারে নাটকীয় ঘটনাটি রাজস্থানের সিকারের। ঘটনার ভিডিয়ো ধরা পড়েছে একটি সিসিটিভি ফুটেজে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। (যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।)

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ২৪ মার্চ রাত ১০টা নাগাদ বাড়ির বাইরে বারান্দায় বসে থাকা ব্যক্তি তাঁর মোবাইল ফোনে এতটাই মগ্ন ছিলেন যে, তিনি লক্ষই করেননি কিছুটা দূরেই একটি কালো সাপ তাঁর দিকে এগিয়ে আসছে। যদি সাপটি তাঁকে কামড়াত, তা হলে তা মারাত্মক হতে পারত। এর পরই যে নাটকীয় ঘটনাটি ঘটে তার জন্য তিনিও প্রস্তুত ছিলেন না। ঠিক সেই সময়ই সামনের রাস্তা দিয়ে একটি ষাঁড়কে হেঁটে আসতে দেখা যায়। ষাঁড়টিকে আসতে দেখে সাপটি হঠাৎ দিক পরিবর্তন করে সরসরিয়ে উল্টো দিকে পালিয়ে যায়। ফলে প্রাণ বেঁচে যায় ওই প্রৌঢ়ের। সাপটিকে পালিয়ে যেতে দেখে হুঁশ ফেরে তাঁর। তিনিও ভয়ে চমকে বারান্দা থেকে নেমে পড়েন।

‘মুকুল জোশী’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি দেখে চমকে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। অনেকেই ষাঁড়টিকে দৈবপ্রেরিত বলে মনে করছেন। অলৌকিক ভাবে প্রাণে বেঁচে যাওয়ার জন্য ওই ব্যক্তির ভাগ্যের প্রশংসাও করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ষাঁড়টি এসে পড়ায় সম্ভাব্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন ওই প্রৌঢ়, এমনটাই মন্তব্য করেছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement