Viral Video

বিয়েবাড়িতে কন্যার সামনে নাচ অভিষেক-ঐশ্বর্যার! ‘কজরা রে’ গানে নেচে ঝড় তুললেন জুটি, ভাইরাল ভিডিয়ো

মুম্বইয়ে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানে কন্যা আরাধ্যাকে নিয়ে গিয়েছিলেন অভিষেক এবং ঐশ্বর্যা। অতিথিদের বিনোদনের জন্যে সেই অনুষ্ঠানে গান গাইছিলেন জনপ্রিয় গায়ক রাহুল বৈদ্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ১২:৫১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিয়ের পর প্রায় দু’দশক কাটতে চলল। তার মধ্যে শুধুমাত্র বিবাহবিচ্ছেদ নিয়ে বহু বার জল্পনা। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে বচ্চন দম্পতি তাঁদের কন্যাকে নিয়ে সুখে দিন কাটাচ্ছেন। এমনই এক ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায় (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। কন্যা আরাধ্যা বচ্চনের সামনে নাচ করছেন অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাই বচ্চন। স্মৃতির সাগরে ডুব দিয়েছেন তাঁরা। কারণ, এ গান যে তাঁদের ভীষণ পরিচিত। বড় পর্দায় শ্বশুর এবং স্বামীর সঙ্গে এই ‘আইটেম সং’-এ নেচেছিলেন ঐশ্বর্যা।

Advertisement

বিয়েবাড়িতে ‘বান্টি অউর বাবলি’ ছবির সেই ‘কজরা রে’ গানটিই গাইছেন জনপ্রিয় গায়ক রাহুল বৈদ্য। ঐশ্বর্যার শ্বশুর অনুষ্ঠানে অনুপস্থিত। তাই স্বামীর সঙ্গেই নাচের তালে তাল মেলালেন অভিনেত্রী। বাবা-মাকে নাচ করতে দেখে হাততালি দিয়ে নেচে উঠল আরাধ্যাও।

‘টকইন্ডিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, কন্যার সামনে নাচ করছেন অভিষেক এবং ঐশ্বর্যা। সম্প্রতি মুম্বইয়ের নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টারে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানে অতিথি হিসাবে কন্যা আরাধ্যাকে নিয়ে গিয়েছিলেন অভিষেক এবং ঐশ্বর্যা।

Advertisement

রাহুল বৈদ্যের ইনস্টাগ্রাম স্টোরি। ছবি: ইনস্টাগ্রাম।

অতিথিদের বিনোদনের জন্যে সেই অনুষ্ঠানে গান গাইছিলেন জনপ্রিয় গায়ক রাহুল বৈদ্য। ঢাকিদের তালের সঙ্গে ‘কজরা রে’ গাইছিলেন তিনি। রাহুলের পাশে দাঁড়িয়েছিলেন অভিষেক এবং ঐশ্বর্যা। তাঁদের মাঝে দাঁড়িয়ে আরাধ্যা। রাহুলের গানের সঙ্গে হাততালি দিয়ে নেচে উঠলেন বচ্চন দম্পতি। বাবা-মাকে সঙ্গ দিতে হাততালি দিয়ে নেচে উঠল আরাধ্যাও। এই ভিডিয়োটি রাহুল তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement