Viral Video

খিদের চোটে পেটে ইঁদুর-দৌড়! মাঝরাতে আস্ত তোয়ালে গিলে ফেলল অজগর, ভাইরাল ভিডিয়ো

একটি অজগরের মুখ থেকে একটি নীল রঙের তোয়ালে টেনে বার করছেন চিকিৎসকেরা। খুব সাবধানে অজগরের শরীর থেকে তা টেনে বার করলেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ০৯:৫২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মাঝরাতে হঠাৎ খিদে পেয়ে গিয়েছে অজগরের। নাগালে কোনও খাবার খুঁজে পাচ্ছিল না সে। মেঝেয় একটি লম্বা তোয়ালে পড়েছিল। সেটিকেই খাবার ভেবে গিলে ফেলল অজগরটি। সঙ্গে সঙ্গে ১৮ বছরের পোষ্য অজগরটিকে নিয়ে পশু হাসপাতালে ছুটলেন তার মালিক। অজগরের পেট থেকে আস্ত একখানা তোয়ালে বার করলেন তরুণী চিকিৎসক। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘নিউজ়এনইআরকম’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি অজগরের মুখ থেকে একটি নীল রঙের তোয়ালে টেনে বার করছেন চিকিৎসকেরা। খুব সাবধানে অজগরের শরীর থেকে তা টেনে বার করলেন তাঁরা। আসলে, মাঝরাতে খিদে পাওয়ায় মেঝেয় পড়ে থাকা আস্ত তোয়ালেটিকেই খাবার ভেবে গিলে ফেলেছিল পোষ্য অজগরটি।

ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, স্ত্রী অজগরটির বয়স ১৮ বছর। ভাগ্যক্রমে সেই দৃশ্যটি অজগরের মালিকের চোখে পড়ে। সঙ্গে সঙ্গে পোষ্যকে নিয়ে নিকটবর্তী পশু হাসপাতালে যান তিনি। অজগরের মুখ থেকে তোয়ালে বার করে আনার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন চিকিৎসকেরা। অজগরের চিকিৎসা করার কিছু ক্ষণ পর তাকে ছেড়ে দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement