Viral Video

তাড়া খেয়ে জলে ‘দৌড়’ জোড়া চিতার, পাত্তাই পেল না কুমির! ‘জলের রাজা’কে সাঁতার শেখার পরামর্শ দিল নেটপাড়া

জঙ্গলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার চেষ্টা করছিল দুই চিতা। জঙ্গলের অন্য দিকে যাওয়ার জন্য জলাশয় পার করতে হত তাদের। খুব সতর্ক হয়ে জলে লাফ দিল জোড়া চিতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৫ ১০:১০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জঙ্গলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে চাইছিল দুই চিতা। কিন্তু জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে চলেছে গভীর জলাশয়। তা নিয়েই সমস্যা দুই শ্বাপদের। জলাশয়ের ভিতর ঘুরে বেড়াচ্ছে হিংস্র সরীসৃপ। তার আক্রমণ থেকে বাঁচার জন্য খুব সতর্ক হয়ে জলাশয়ে ঝাঁপ দিল তারা। তার পর ঝড়ের গতিতে সাঁতার কাটতে শুরু করল দুই চিতা। কারণ, শিকার করবে বলে তাদের পিছনে তাড়া করেছিল একটি কুমির। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ওয়াইল্ডলাইফ_মুভমেন্টজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দু’টি চিতাকে তাড়া করছে একটি কুমির। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য সেই ভিডিয়োটি থেকে জানা যায়নি। আসলে, জঙ্গলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার চেষ্টা করছিল দুই চিতা। জঙ্গলের অন্য দিকে যাওয়ার জন্য জলাশয় পার করতে হত তাদের। খুব সতর্ক হয়ে জলে লাফ দিল জোড়া চিতা।

এত তাড়াতাড়ি সাঁতার কাটছিল যে, তাদের দেখে মনে হচ্ছিল জলের মধ্যেই দৌড়চ্ছে দুই শ্বাপদ। আসলে, তাদের তাড়া করেছিল একটি কুমির। তবে চিতাদের দ্রুত সাঁতার কাটার ফলে তাদের নাগাল পেল না ‘জলের রাজা’। চিতা শিকার না করেই ফিরতে হল তাকে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘কুমিরের তো চেনা মাঠ সেই জলাশয়। তার মাঠেই তাকে হারিয়ে দিয়ে গেল জোড়া চিতা। ওদের কাছ থেকেই সাঁতারের প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন কুমিরের। ’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement