Viral Video

বন্দুক তাক করে যাত্রীদের গাড়ি থেকে নেমে যাওয়ার হুমকি! উবরচালকের কাণ্ডে হইচই, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লরিডাতে। ভিডিয়োয় দেখা গিয়েছে, এক জন মহিলা উবরচালক আক্রমণাত্মক ভাবে যাত্রীদের গাড়ি থেকে নেমে যেতে বলছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৫ ১৫:২৬
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

অ্যাপ ক্যাব সংস্থা উবরের গাড়ি চড়ে যাওয়ার সময় চালকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন দুই যাত্রী। ঝগড়াঝাঁটি চলাকালীন তাঁদের গাড়ি থেকে নেমে যেতে বলেছিলেন মহিলা চালক। কিন্তু তাঁরা গাড়ি থেকে নামতে রাজি না হওয়ায় ওই চালক সরাসরি তাঁদের দিকে বন্দুক তাক করে হুমকি দিলেন! তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লরিডায়। ভিডিয়োয় দেখা গিয়েছে, এক জন মহিলা উবরচালক আক্রমণাত্মক ভাবে গাড়ি থেকে নেমে যেতে বলছেন যাত্রীদের। ওই দুই যাত্রী রাজি না হওয়ায় তাঁদের দিকে বন্দুক তাক করে হুমকিও দিতে দেখা যায় তাঁকে। ওই যাত্রীদের মধ্যে এক জন পেশায় র‍্যাপার। পুরো বিষয়টি ক্যামেরাবন্দি করেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, কোন রাস্তা দিয়ে যাওয়া হবে তা-ই নিয়ে চালকের সঙ্গে কথাকাটাকাটি শুরু হয় দুই যাত্রীর।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভিডিয়ো প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে উবের। ওই দুই যাত্রীর আইনজীবী কার্লোস ডোমিঙ্গুয়েজ জানিয়েছে, উবরচালক অত্যন্ত আক্রমণাত্মক ছিলেন। কথা কাটাকাটির সময় বন্দুক বার করা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলেও জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement