ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন। সেই অনুষ্ঠানে হাজির দেশ-বিদেশের কয়েকশো উদ্যোক্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বয়ং উদ্বোধন করছিলেন এই সম্মেলনের। যেখানে উপস্থিত ছিলেন ৬০টিরও বেশি দেশের প্রতিনিধি। সেখানে দেখা গিয়েছিলে গৌতম আদানিকেও। বড় মাপের এই বাণিজ্য সম্মেলনে খাবার নিয়ে যে পরিমাণ হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা দেখা গেল তা দেখে তাজ্জব হয়েছেন অনেকেই। মধ্যপ্রদেশের ভোপালে অনুষ্ঠিত গ্লোবাল ইনভেস্টরস সামিটে (জিআইএস) চলল খাবার নেওয়ার জন্য ধাক্কাধাক্কি ও মারামারি। ভাঙা হল কাচের প্লেট ও অন্যান্য আসবাব। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে । আনন্দবাজার অনলাইনের হাতে এসেছে সেই ভিডিয়ো।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সম্মেলনের দ্বিতীয় দিনে উপস্থিত জনতা খাবার নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছেন। খাবার না পেয়ে চলল ভাঙচুর। লন্ডভন্ড করে দেওয়া হল খাবারের কাউন্টার। ভিডিয়োয় দেখা গিয়েছে সম্মেলনে অংশগ্রহণকারীরা খাবারের প্লেট নেওয়ার জন্য উন্মত্ত ভাবে ছুটে যাচ্ছেন। তাড়াহুড়ো করে একে অপরকে ধাক্কা দিচ্ছেন। পরিবেশনকারীদের হাত থেকে খাবারের প্লেট ছিনিয়ে নিতে দেখা গিয়েছে তাঁদের। ঘটনার ফলে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে বাণিজ্য সম্মেলনে। ভিডিয়ো দেখে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যমে। এক্স সমাজমাধ্যমেও ছড়়িয়ে পড়েছে ভাইরাল এই ভিডিয়োটি। ভিডিয়ো দেখে এক জন মন্তব্য করেছেন, ‘‘বিনামূল্যের দুপুরের খাবার নেওয়ার জন্য ভুয়ো ‘বিনিয়োগকারীদের’ তাড়াহুড়ো।’’ অন্য এক জন নেট ব্যবহারকারী লিখেছেন, “আমি বিভিন্ন সম্মেলনে যোগ দিয়েছি, কিন্তু মধ্যপ্রদেশে অনুষ্ঠিত গ্লোবাল ইনভেস্টরস সামিটের এই দৃশ্যগুলি বেশ আকর্ষণীয়, যেখানে সবাই দুপুরের খাবারের জন্য লড়াই করছেন।”