ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মাকে দূর থেকে দেখে আনন্দ আর ধরছিল না ছোট্ট পাখির। ছোট ছোট পা ফেলে দৌড়তে দৌড়তে মায়ের কাছে যাচ্ছিল সে। কিন্তু ছোট ডালের উপর পা পড়ে গেল তার। টাল সামলাতে না পেরে ধপাস করে মুখ থুবড়ে পড়ে গেল পাখির ছানা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ওয়াইল্ডলাইফ.রিপোর্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, আমেরিকান ওয়েস্টারক্যাচার প্রজাতির পাখির এক ছানা গুটি গুটি পায়ে তার মায়ের দিকে দৌড়ে যাচ্ছে। কত তাড়াতাড়ি মায়ের কাছে যাওয়া যায়, সেই চেষ্টাই করছিল পাখিটি।
কিন্তু দৌড়তে গিয়ে অন্যমনস্ক হয়ে পড়েছিল ছানাটি। মাটির উপর থেকে গাছের ছোট্ট ডাল বেরিয়েছিল। যদিও খুব সহজেই তা পা মাড়িয়ে চলে যাওয়া যায়। কিন্তু পাখির ছানার কাছে সেই ছোট্ট ডালটিই ছিল পাহাড়সমান। ডালের মধ্যে পা জড়িয়ে গেল তার। তার পর টাল সামলাতে না পেরে মায়ের সামনে ধপাস করে পড়ে গেল পাখির ছানাটি। তার পর চক্ষুলজ্জার খাতিরে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে পড়ল খুদে পাখিটি।