Viral Video

সিংহের দলের দিকে তেড়ে গেল হস্তীশাবক, ‘ধমক’ খেয়ে লেজ গুটিয়ে পালাল ‘বনের রাজা’ও, ভাইরাল ভিডিয়ো

শুঁড় দুলিয়ে ছোট্ট দাঁতালকে তেড়ে আসতে দেখে ভয় পেয়ে যায় সিংহশাবকেরা। নিরাপত্তার জন্য দৌড়ে গিয়ে সিংহের দলের কাছে চলে যায় তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ০৭:৫৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জঙ্গলের এক জায়গায় শাবকদের নিয়ে বসেছিল একদল সিংহী। সেই দলে ছিল ‘বনের রাজা’ও। খেলা করতে করতে দল ছেড়ে অন্য দিকে চলে যায় কয়েকটি সিংহশাবক। তাতেই হয় বিপত্তি। সিংহশাবকদের দেখে তাদের দিকে দৌড়ে যায় দাঁতালের এক ছানা। জঙ্গল কাঁপিয়ে ডাকে সে। তার ডাক শুনে সেখান থেকে দলবল নিয়ে দৌড়ে পালিয়ে যায় সিংহ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘লেটেস্টক্রুগের’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, হাতির বাচ্চা তাড়া করেছে কয়েকটি সিংহশাবককে। শুঁড় দুলিয়ে ছোট্ট দাঁতালকে তেড়ে আসতে দেখে ভয় পেয়ে যায় সিংহশাবকেরা। নিরাপত্তার জন্য দৌড়ে গিয়ে সিংহের দলের কাছে চলে যায় তারা।

তাদের পিছু নিয়ে একদল সিংহের সামনে পড়ে যায় হস্তীশাবক। কিন্তু ভয় পেয়ে মাঠ ছাড়ার পাত্র সে নয়। তাই শুঁড় দুলিয়ে জোরে জোরে ডাকতে শুরু করল সে। জঙ্গল একেবারে কেঁপে যাওয়ার জোগাড়। ডাকতে ডাকতে সিংহের দলের দিকে তেড়ে গেল হস্তীশাবকটি।

Advertisement

হাতির ছানার এমন রূপ দেখে দলবল নিয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেল পশুরাজ। ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, এই ঘটনাটি সাউথ আফ্রিকার ক্রুগের জাতীয় উদ্যানে ঘটেছে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘এতটুকু একটা বাচ্চা! সাহসের বলে সিংহের দলকে জঙ্গল থেকে তাড়িয়ে দিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement