ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জঙ্গলের মধ্যে উড়ে বেড়াচ্ছিল পাখির দল। লম্বা ঘাসের ভিতর ঘাপটি মেরে বসেছিল একটি চিতাবাঘ। শিকার ধরবে বলে বহু ক্ষণ ওত পেতে রয়েছে সে। সেই সুযোগও পেয়ে গেল চিতাবাঘটি। পাখির দল বিপদ বুঝে ডানা ঝাপটে উড়ে যেতেই শূন্যে লাফ দিয়ে উঠল সে। তার পর থাবা বসিয়ে একটি পাখি শিকার করে ফেলল হিংস্র শ্বাপদ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘লেটেস্টক্রুগের’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জঙ্গল থেকে শূন্যে লাফ দিয়ে উঠেছে একটি চিতাবাঘ। মাথার উপর দিয়ে উড়ে যাওয়া পাখির দলের মধ্যেই শিকার রয়েছে তার। সামনের দুই পা হাওয়ায় তুলে একটি পাখিকে লক্ষ্য করে থাবা বসাল সে।
তার পর পাখিটিকে দুই পায়ের মধ্যে চেপে ধরা অবস্থায় মাটিতে ছিটকে পড়ল চিতাবাঘটি। তার পর শিকার মুখে নিয়ে দিব্যি সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল সে। এই ঘটনাটি সাউথ আফ্রিকার টিম্বাবতী প্রাইভেট গেম রিজ়ার্ভে ঘটেছে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘চিতাবাঘের লাফ দেখে গা শিউরে উঠল। শিকার ধরার জন্য কত উঁচুতে লাফ দিয়ে উঠল সে!’’