ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
গাড়ির তলা থেকে একটি মুখ বাইরে উঁকি দিচ্ছে। সঙ্গে সঙ্গে হাতে ক্যামেরা নিয়ে তৈরি হয়ে গেলেন তরুণী। হিংস্র সরীসৃপের গতিবিধি ক্যামেরাবন্দি করার সুযোগ কোনও ভাবেই হাতছাড়া করবেন না তিনি। কুমিরটিও গাড়ির তলা থেকে বেরিয়ে রাস্তায় টহল দিতে দিতে অন্য প্রান্তে চলে গেল। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘বিগ_ক্যাট্স_নেচার_ফোটোগ্রাফি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তার এক ধারে দাঁড়িয়ে রয়েছে একটি গাড়ি। সেই গাড়ির তলা দিয়ে মাথা বার করে উঁকি দিচ্ছে একটি কুমির। গাড়ির তলা থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে এসে রাস্তায় টহল দিতে দিতে অন্য ধারে চলে গেল কুমিরটি। রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন অন্য পথচারীরা।
পিছনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে এক তরুণী প্রত্যক্ষদর্শী কুমিরের গতিবিধি ক্যামেরাবন্দি করেন। এই ঘটনাটি সাউথ আফ্রিকার ক্রুগের জাতীয় উদ্যানে ঘটেছে। এই ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘মনের আনন্দে জল ছেড়ে ডাঙায় হেঁটেচলে বেড়াচ্ছে কুমিরটি।’’ আবার এক জন লিখেছেন, ‘‘আমি চোখের সামনে এত বড় কুমির দেখলে জ্ঞান হারিয়ে ফেলতাম।’’