ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
উন্মুক্ত খাঁচার সামনে মোবাইলের ফ্রন্ট ক্যামেরা চালু করে দাঁড়িয়েছিলেন এক তরুণ। খাঁচা থেকে একটি সিংহী বেরিয়ে যাচ্ছে। তার পাশে হাঁটছে এক বিশাল সিংহ। খাঁচার সামনে দাঁড়িয়ে এই দৃশ্যই ক্যামেরাবন্দি করছিলেন তরুণ। তরুণকে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎ তাঁর দিকে দৌড়ে এগিয়ে যায় সিংহটি। তরুণের উপর ঝাঁপিয়ে পড়ে সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘লায়নউইসপারএর্সা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ খাঁচার সামনে দাঁড়িয়ে ‘সিংহ দম্পতি’র সঙ্গে নিজস্বী তোলার চেষ্টা করছেন। তরুণকে দেখে বিশেষ পাত্তা দিল না সিংহীটি। নিজের মতো এগিয়ে গেল সে। সিংহীকে সঙ্গ দিচ্ছিল এক বিশাল সিংহ। তরুণকে দাঁড়িয়ে থাকতে দেখেই সে দিকে ছুটে গেল সিংহটি। ঝাঁপিয়ে পড়ল তরুণের উপর।
তরুণের মাথার সঙ্গে নিজের মাথা অনবরত ঘষতে শুরু করল সে। তরুণও ওই সিংহের গলার নীচে হাত বুলিয়ে আদর করতে থাকলেন। মনের সুখে সেখানে দাঁড়িয়ে আদর খেল সিংহটি। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, সিংহীর নাম গ্যাবি। সিংহটির নাম ববক্যাট। গ্যাবি, ববক্যাট এবং পোষ্য কুকুর আমিরাকে নিয়েই দিব্যি জীবন কাটাচ্ছেন সেই তরুণ।