ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
আতঙ্কে চিৎকার করে উঠেছে বেবুনের দল। একদল সিংহীও গর্জন করছে দূরে। বিপদের আঁচ পেয়ে ডাঙা ছেড়ে হাঁটুজলে নেমে পড়ল ‘বনের রাজা’। জঙ্গলের মাঝে নদী পেরিয়ে অন্য পারে গিয়ে উঠল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘রুভাং_ওয়াইল্ডলাইফ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, নদীর ধারে দাঁড়িয়ে রয়েছে পর্যটকদের গাড়ি। জঙ্গলে সাফারি করতে বেরিয়েছেন তাঁরা। কৌতূহলী মুখে নদীর দিকে এগিয়ে যাচ্ছে একটি সিংহ।
নদীর ও পার থেকে নজর সরছে না তার। ধীরে ধীরে নদীর জলে নামতে শুরু করল সে। কয়েক সেকেন্ডের মধ্যে হাঁটুজলে নেমে নদীর এক পার থেকে অন্য পারে পৌঁছে গেল সিংহটি। পশুরাজের হাবভাব বোঝার জন্য নদীর দিকে এগোতে শুরু করল পর্যটকদের গাড়ি।
কিন্তু নদী পার করলেন না পর্যটকেরা। নদীর উল্টো পারে পৌঁছে ঘাড় ঘুরিয়ে পর্যটকদের গাড়ির দিকে তাকাল সিংহ। তার পর জঙ্গলের ভিতরে ঢুকে পড়ল সে। ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, এই ঘটনাটি সাউথ আফ্রিকার ক্রুগের জাতীয় উদ্যানের সান্ড নদীর তীরে ঘটেছে। আসলে, জঙ্গলের অন্য প্রান্ত থেকে আওয়াজ পেয়ে সে দিকে হাঁটা লাগিয়েছিল সিংহটি।