Viral Video

ভেজা মাটি দেখেই আহ্লাদে আটখানা! লেজ নাড়তে নাড়তে কাদায় পিছলে পড়ল হাতির ছানা, মজার ভিডিয়ো ভাইরাল

একটি হস্তীশাবক জঙ্গলের ঢালু রাস্তায় পা পিছলে পড়ে যাচ্ছে। আসলে, হাতির পা পিছলে যায়নি। পিছল রাস্তায় ইচ্ছা করেই পা ফেলেছে সে। ভারী বৃষ্টির পর জঙ্গলের মাটি ভিজে গিয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৪:০৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মায়ের সঙ্গে জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল হস্তীশাবক। বৃষ্টিভেজা মাটির উপর দিয়ে হেঁটে যেতে মজাই পাচ্ছিল সে। হঠাৎ তার নজরে পড়ল একটি ঢালু জায়গা। সেখানকার মাটিও অনেকটাই ভেজা রয়েছে। তা দেখে ফন্দি এঁটে বসল হাতির ছানা। লেজ নাড়তে নাড়তে জঙ্গলের ঢালু পথে পিছলে পড়ল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘চাইলাইঅর্কিড’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি হস্তীশাবক জঙ্গলের ঢালু রাস্তায় পা পিছলে পড়ে যাচ্ছে। আসলে, হাতির পা পিছলে যায়নি। পিছল রাস্তায় ইচ্ছা করেই পা ফেলেছে সে। ভারী বৃষ্টির পর জঙ্গলের মাটি ভিজে গিয়েছিল।

পিছল ঢালু রাস্তায় পা ফেললে সে যে পিছলে পড়বে তা আগে থেকেই জানত হস্তীশাবকটি। এই খেলার স্বাদ পাওয়ার জন্যই পা পিছলে নীচে পড়ল সে। একেবারে নীচে পড়ে মাটিতে বসে পড়ল হাতির ছানা। কাদায় পিছল খেয়ে ভারী মজা পেল সে। সেই ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘কাদা দেখেই সে দিকে দৌড়ে গিয়েছে হাতির ছানা। দারুণ আনন্দ পেয়েছে সে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement