ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
খামারের ভিতর ভিড় করে রয়েছে ভেড়ার শাবকের পাল। কেউ বসে বসে বিশ্রাম নিচ্ছে। কেউ আবার এ দিক-ও দিক দৌড়ে বেড়াচ্ছে। কিন্তু একটি শাবক খুবই ব্যস্ত। দাঁড়িয়ে দাঁড়িয়ে তার খেলার সঙ্গীকে জ্বালাতন করছে সে। তার সঙ্গীও সব সহ্য করে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ডিসকভার.অ্যানিম্যাল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ভেড়ার শাবক অন্য শাবকের কান ক্রমাগত চিবিয়েই চলেছে। থামার নাম নেই তার। তার সঙ্গীরও কোনও প্রতিক্রিয়া নেই। তার হাবভাব দেখে মনে হচ্ছে যে, বন্ধুর আচরণ মেনে নিয়েছে সে।
এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভেড়ার কান চিবোনোর ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই তা দেখে হাসির ফোয়ারা ছুটেছে নেটপাড়ায়। মজার এই ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ভেড়ার কাণ্ড দেখে খুব হাসি পাচ্ছে। বন্ধুকে জ্বালাতন করা যেন তার অধিকার। বন্ধুটিও কোনও ঝগড়াঝাঁটি না করে বন্ধুর পাগলামি মেনে নিয়েছে। একেবারে নিরুত্তাপ সে।’’