Viral Video

পর্যটকদের সঙ্গে দেখা করতে হামাগুড়ি দিয়ে বেরোল বাঘের ছানা, আস্পর্ধা দেখে ঘাড় ধরে টেনে আনল মা, ভাইরাল ভিডিয়ো

একটি ব্যাঘ্রশাবক হামাগুড়ি দিয়ে খাঁচার ভিতর থেকে সামনের পায়ে ভর দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে। শাবকের কাণ্ড দেখে পিছন পিছন বেরিয়ে পড়ল তার মা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৭:৪৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মায়ের চোখের আড়াল হওয়া এক কষ্টসাধ্য ব্যাপার। সব সময়ই সন্তানকে চোখে চোখে রাখছে তার মা। মাকে ফাঁকি দেওয়ার সুযোগ খুঁজছিল বাঘের ছানা। সেই সুযোগ পেয়েও গেল সে। খাঁচার ভিতর অন্য কাজে মা ব্যস্ত হয়ে পড়লে ফাঁকতালে খাঁচার ভিতর থেকে বাইরে চলে আসে ব্যাঘ্রশাবক। খাঁচার বাইরে পর্যটকেরা ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন। খাঁচার ভিতর থেকে কোনও রকমে হামাগুড়ি দিয়ে পর্যটকদের সঙ্গে দেখা করতে এসেছিল শাবকটি।

Advertisement

কিন্তু মায়ের শাসন থেকে আর রেহাই পাবে কী ভাবে? সন্তানের অনুপস্থিতি নজরে পড়তেই বাইরে বেরিয়ে শাবকের ঘাড় ধরে আবার খাঁচার ভিতরে নিয়ে চলে যায় তার মা। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘স্ট্রেঞ্জ অ্যানিম্যাল স্টোরিজ়’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ব্যাঘ্রশাবক হামাগুড়ি দিয়ে খাঁচার ভিতর থেকে সামনের পায়ে ভর দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে। শাবকের কাণ্ড দেখে পিছন পিছন বেরিয়ে পড়ল তার মা।

Advertisement

দাঁতমুখ খিঁচিয়ে খাঁচার দেওয়ালের আড়াল থেকে সন্তানের দিকে তাকিয়েছিল সে। সন্তান যখন পর্যটকদের দেখা দিতে ব্যস্ত, তখন তার ঘাড়ের কাছে কামড় বসাল মস্ত বড় বাঘটি। নাগাল না পেয়ে পেটের কাছে কামড় বসিয়ে শাবকটিকে উপরে তুলে নিল সে। তার পর সন্তানের ঘাড় ধরে খাঁচার ভিতর নিয়ে চলে গেল মা বাঘটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement