ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সাধারণ আইসক্রিমের তুলনায় এই আইসক্রিমের স্বাদ ভিন্ন। ক্রেতারা দোকানের সামনে গিয়ে দাঁড়ালে তাঁদের সঙ্গে আইসক্রিম নিয়ে খেলা শুরু করে দেন দোকানদার। কখনও আইসক্রিমের খালি কোন এগিয়ে দেন, কখনও আবার টিস্যু পেপার গুঁজে দেন হাতে। ‘টার্কি আইসক্রিম’ বা তুরস্কের এই আইসক্রিম খেতে যাওয়ার মূল আকর্ষণ এই কেরামতিগুলিই। কিন্তু আইসক্রিম খেতে গিয়ে শারীরিক হেনস্থার শিকার হলেন তরুণী ক্রেতা।
তরুণী ক্রেতার দাবি, আইসক্রিম পরিবেশনের ‘খেলা’ দেখাতে গিয়ে তরুণীকে অশালীন ভাবে স্পর্শ করেন দোকানদার। শারীরিক হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয় সেই দোকানদারকে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণীকে আইসক্রিম দিতে গিয়ে আপত্তিকর আচরণ করছেন দোকানদার। সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি গত ৭ জুলাই তুরস্কের ইস্তানবুলে ঘটেছে। ইস্তানবুলে ঘুরতে বেরিয়েছিলেন এক তরুণী পর্যটক। রাস্তার ধারে আইসক্রিমের দোকান দেখে দাঁড়িয়ে পড়েন তিনি।
কিন্তু আইসক্রিম নিয়ে কেরামতি দেখানোর সময় তরুণীকে অশালীন ভাবে স্পর্শ করেছিলেন দোকানদার। তরুণীর অভিযোগ, তাঁর মুখে আইসক্রিম মাখিয়ে দিয়েছিলেন সেই দোকানদার। তরুণীর হাত চেপে ধরে তাঁর পোশাকের ভিতর আইসক্রিমের কোন ঢুকিয়ে দিয়েছিলেন তিনি।
দোকানদারের বিরুদ্ধে থানায় গিয়ে শারীরিক হেনস্থার অভিযোগ দায়ের করেন সেই তরুণী। তরুণীর অভিযোগের উপর ভিত্তি করে দোকানদারকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। তাঁর দোকানেও তালা লাগিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।