ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মাহুতকে পিঠে বসিয়ে গাছের ডাল চিবোতে চিবোতে মনের সুখে সরু রাস্তা দিয়ে হেলেদুলে যাচ্ছিল একটি হাতি। সেই সময় রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক তরুণ। তরুণকে দেখেই গাছের ডাল শুঁড়ে পেঁচিয়ে তাঁকে পিটিয়ে দিল হাতিটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘পিউবিটি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি হাতি তার মাহুতকে পিঠে চড়িয়ে হেঁটে যাচ্ছে। তার সামনে হেঁটে যাচ্ছিল আরও একটি হাতি। পিছনের হাতিটি মনের সুখে গাছের সরু ডাল চিবোতে চিবোতে হেলেদুলে রাস্তা দিয়ে যাচ্ছিল।
হঠাৎ তার মুখ থেকে ডালটি নীচে পড়ে যায়। সেই সময় রাস্তার ধার বরাবর হেঁটে যাচ্ছিলেন এক তরুণ। তরুণকে দেখে রাস্তায় পড়ে যাওয়া ডালটি শুঁড়ে পেঁচিয়ে তুলে নিল হাতিটি। তার পর সেই সরু ডাল দিয়ে দিল তরুণকে পিটিয়ে। গাছের ডাল সরু হওয়ায় গুরুতর কোনও বিপদ ঘটেনি। তবে হাতির এমন আচমকা আচরণে চমকে গিয়েছিলেন তরুণ। হাতির কাছে পিটুনি খাওয়ার পর চটপট সেখান থেকে সরে পড়েন তিনি। পিঠে বসে হাতিকে বকাঝকা করতে শুরু করেন তার মাহুত।