Viral Video

বিদেশি গ্রাহকের মন জয় করতে নাচ প্রযুক্তি সংস্থার কর্মীদের! ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক নেটপাড়ায়

কর্মীরা সকলে সারি বেঁধে দাঁড়িয়ে নাচ করছিলেন। গান থেমে গেলে কয়েক সেকেন্ড পরে অন্য একটি গান বাজতে শুরু করে। সেই গানের সঙ্গে তাল মিলিয়ে এক তরুণ কর্মী নাচতে শুরু করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ০৯:২১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

অফিসের কিউবিকলের খোপ খোপ ঘর ছেড়ে মাঝখানে ফাঁকা জায়গায় কর্মীরা সকলে সারি বেঁধে দাঁড়িয়ে রয়েছেন। পিছনে একের পর এক গান বেজে চলেছে। তার সঙ্গে তাল মিলিয়ে নেচে চলেছেন কর্মীরা। বিদেশ থেকে গ্রাহক নিজে এসেছেন তাঁদের অফিসে। বিদেশি গ্রাহকের মন জয় করতেই এই আয়োজন করেছেন প্রযুক্তি সংস্থার কর্মীরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) ছড়িয়ে পড়তে বিতর্ক শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায়।

Advertisement

‘উওক এমিনেন্ট’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক অফিসের কর্মীরা সকলে মিলে এক বিদেশির সামনে নাচ করে দেখাচ্ছেন। কর্মীরা সকলে সারি বেঁধে দাঁড়িয়ে নাচ করছিলেন। গান থেমে গেলে কয়েক সেকেন্ড পরে অন্য একটি গান বাজতে শুরু করে। সেই গানের সঙ্গে তাল মিলিয়ে এক তরুণ কর্মী নাচতে শুরু করেন।

বিদেশ থেকে আসা সেই ব্যক্তির উদ্দেশেই পারফর্ম করলেন তরুণ। সেই বিদেশিও হাততালি দিয়ে উৎসাহ জোগালেন তরুণকে। ভিডিয়ো দেখে অধিকাংশ নেটাগরিকের দাবি, প্রযুক্তি সংস্থার অফিসের দৃশ্য এটি। বিদেশি গ্রাহকের মন জয় করতে এই পারফরম্যান্সের আয়োজন করেছেন কর্মীরা।

Advertisement

তবে ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই ক্ষোভ প্রকাশ করেছেন নেটব্যবহারকারীদের একাংশ। তাঁদের কথায়, ‘‘কাজ ছেড়ে প্রযুক্তি সংস্থার কর্মীরা আজকাল নাচগানেই ব্যস্ত। এ ভাবে কোনও গ্রাহকের মন জয় করা যায় না। দিনের শেষে কাজই কথা বলে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement